বাফুফে-অ্যাথলেটিক্স দ্ব›েদ্বর অবসান

প্রিমিয়ার ফুটবল লিগ এবং জাতীয় অ্যাথলেটিক্সের সূচি সাংঘষির্ক হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ব্যবহার নিয়ে দ্ব›েদ্ব জড়িয়েছিল অ্যাথলেটিক্স ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে সেই দ্ব›েদ্বর অবসান ঘটেছে

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার ফুটবল লিগ এবং জাতীয় অ্যাথলেটিক্সের সূচি সাংঘষির্ক হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ব্যবহার নিয়ে দ্ব›েদ্ব জড়িয়েছিল অ্যাথলেটিক্স ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষে সেই দ্ব›েদ্বর অবসান ঘটেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। অ্যাথলেটিক্স ফেডারেশনের দাবি, মাসখানেক আগেই তারা বাফুফেকে জানিয়েছিলÑ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ৪২তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। কিন্তু তাতে কণর্পাত করেনি বাফুফে। প্রিমিয়ার লিগের সূচিতে তারা ওই সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ রেখেছিল। বাফুফের সূচি অনুযায়ী ২৪ জানুয়ারি বিকাল ৪টায় সেখানে রহমতগঞ্জ-চট্টগ্রাম আবাহনীর ম্যাচ হওয়ার কথা। পরের দিন একই সময়ে রাখা হয় ব্রাদাসর্ ও শেখ রাসেলের খেলা। তাতেই বিপত্তি বাধে। নিধাির্রত দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ব্যবহার নিয়ে অনড় অবস্থানে যায় অ্যাথলেটিক্স ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আগেই অনুমতিও নিয়ে রাখা অ্যাথলেটিক্স ফেডারেশন স্পষ্টতই জানিয়ে দেয়, তারা সময়সূচি পরিবতর্ন করতে রাজি নয়। তাই নিধাির্রত দিনে আসলে কে বরাদ্দ পাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেটি নিয়েই সংশয় দেখা দেয়। তবে আশার কথা হচ্ছেÑ বরফ গলতে শুরু করেছে। উভয় পক্ষই নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসেছে। এ বিষয়ে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘প্রথমে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। কিন্তু আমরা তো একই পতাকার নিচের ভাতৃপ্রতিম দুই ফেডারেশন। তাই নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতা করে নিয়েছি। যদিও এ বিষয়ে এখনো পযর্ন্ত লিখিত কোনো বক্তব্য পাইনি। তবে মৌখিকভাবে বাফুফে আমাদের জানিয়েছে, তারা আমাদের প্রতিযোগিতাকে অগ্রাধিকার দেবেন। সম্ভবত তারা ম্যাচগুলো রিসিডিউল করবেন।’ অ্যাথলেটিক্স ফেডারেশন আগে জানানোর পরও কেন এমন সংকট তৈরি হলো, সে বিষয়ে সদুত্তর মেলেনি বাফুফের পক্ষ থেকে। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, নিধাির্রত দিনেই প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে। এ প্রসঙ্গে সোহাগ বলেছেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। এএফসির নিদের্শনা অনুযায়ী ম্যাচ বডিলি শিফট করার কোনো সুযোগ নেই। আমরা ম্যাচগুলো হয়তো দু-এক ঘণ্টা পিছিয়ে দিতে পারি।’ দুদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। তবে আজকের দুটি ম্যাচই হবে ঢাকার বাইরে। দুপুর ৩টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে কাগজে কলমে সেরা দল বসুন্ধরা কিংস। একই দিনে একই সময়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ শেখ জামাল।