জাতীয় দলে ফিরলেন সাব্বির-তাসকিন

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মাঠের বাইরে নানা কমর্কাÐে সমালোচিত সাব্বির রহমানকে আন্তজাির্তক ক্রিকেটে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের ওয়ানডে দলে নেয়া হয়েছে। শাস্তি কমিয়ে আসছে নিউজিল্যান্ড সফরে ডানহাতি ব্যাটসম্যানকে নেয়া হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার পছন্দে। আর বিপিএলে দারুণ বোলিং করার সুবাদে ওয়ানডের পাশাপাশি টেস্ট দলেও ফিরেছেন তাসকিন আহমেদ। গতির কথা চিন্তা করে নিউজিল্যান্ড সফরের দলে তাসকিনকে ফেরানো হয়েছে বলে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, সাব্বিরকে ওয়ানডে দলে নেয়া হয়েছে দলপতি মাশরাফি আর কোচ স্টিভ রোডসের পছন্দে, ‘অধিনায়কের পছন্দের পর সাব্বিরের শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে। মূলত অধিনায়ক ও কোচের পছন্দেই সাব্বিরকে দলে নেয়া হয়েছে।’ চোট ও ফমর্হীনতার কারণে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন তাসকিন। বিপিএলে তাকে দেখা গেছে পুরনো ছন্দে। সিলেট সিস্কাসের্র হয়ে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নিবার্চকদের আস্থা অজের্নর পর ওয়ানডে ও টেস্ট দলে ফিরলেন ২৩ বছর বয়সী এ পেসার। তাসকিন সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকা সফরে। আর শেষ ওয়ানডে খেলেছেন ওই সফরেই। তবে দুই সংস্করণ থেকেই বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস। ওয়ানডে দলে জায়গা হয়নি বঁাহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। এছাড়া টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আরিফুল হক। তবে টিকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ দারুণ খেলা সাদমান ইসলাম ও নাঈম হাসান। গত মঙ্গলবার বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি যখন বারবার সাব্বিরের দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তখন থেকেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল ডানহাতি ব্যাটসম্যানকে নিউজিল্যান্ড সফরে দলে নেয়ার বিষয়টি। বিপিএলে ৮৫ রানের দুদার্ন্ত একটি ইনিংস খেলে মাশরাফির আস্থা ফিরে পেয়েছেন সিলেট সিক্সাসের্র হয়ে খেলা সাব্বির। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের ইতিবাচক মন্তব্যের পর সাব্বিরকে ঘিরে নতুন প্রত্যাশার পালে বাড়তি হাওয়া লাগে। ডানহাতির ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। তবে নিষিদ্ধ হওয়ার আগে ছিল ফমর্হীনতা। মাঠের বাইরের নানা কমর্কান্ডে বিতকির্ত হয়ে শাস্তি পেয়েছেন বেশ কয়েকবার। ব্যক্তিজীবনে কতটা পাল্টেছেন সাব্বির সেটি নিয়ে মন্তব্য করতে চাননি মাশরাফিও। তবে সাব্বিরকে ঘিরে প্রত্যাশা যে অনেক উঁচুতে, সেটি প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের সামনে। আন্তজাির্তক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দলে ফেরানো হবে সাব্বির রহমানকে। শাস্তি কমিয়ে এই ডানহাতি ব্যাটসম্যানকে ফিরিয়েই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তজাির্তক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া সাব্বিরের শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ১ মাচর্। তার আগে ফেব্রæয়ারিতে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শাস্তি কমিয়ে সাব্বিরকে দলে নেয়ায় কিছুটা হলেও বিস্ময় জাগিয়েছে। বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট। আগামী ১৩ ফেব্রæয়ারি নেপিয়ারে ওয়ানডে দিয়ে শুরু হবে কিউইদের সঙ্গে টাইগারদের মাঠের লড়াই। ২৮ ফেব্রæয়ারি শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। নিউজিল্যান্ড সফরের দল ওয়ানডে মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান। টেস্ট সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।