বিমান দুঘর্টনায় নিখেঁাজ আজের্ন্টাইন ফুটবলার

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লেস্টার মালিক ভিচাই শ্রীবদ্ধনাপ্রভার ঘটনা এখনও ফিকে হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই আবার বিমান দুঘর্টনার কালো ছায়া নেমে এলো বিশ্ব ফুটবলে। মেসির দেশের তরুণ ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে রহস্যজনকভাবে নিখেঁাজ হয়েছে বিমান। ঘটনায় আজের্ন্টাইন ফুটবলারের প্রাণ হারানোর আশঙ্কায় শঙ্কিত ফুটবলবিশ্ব। উদ্ধার কাজ শেষ না হওয়া অবধি সরকারিভাবে জানানো হয়নি কিছুই। গত শনিবার ফরাসি ক্লাব নানতেস থেকে ইংলিশ ক্লাব কাডির্ফ সিটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন সালা। এরপর পুরাতন ক্লাব সতীথের্দর বিদায় নিয়ে নতুন ক্লাব ফিনছিলেন তিনি। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল তার। কাডির্ফ সিটি রেকডর্ চুক্তি ১৫ মিলিয়ন পাউন্ডে সালাকে দলে ভেড়ায়। এ ঘটনায় শোক জানিয়েছে কাডির্ফ সিটি। সালার বাবা হোরাসিও বলেছেন, ‘আমি কিছুই জানি না। ঘটনাটি আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমি আশা করছি, সবকিছু ঠিকঠাক আছে।’ এদিকে মঙ্গলবার পুলিশ জানায়, ‘আমরা পঁাচটি বিমান ও দুটি লাইফবোট দিয়ে ১১৫০ বগর্মাইলেরও বেশি জায়গায় উদ্ধারের জন্য অভিযান চালিয়েছি। কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি।’