নিউজিল্যান্ডে আয়েসি জয় ভারতের

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট শিকারের পর ভারতীয় পেসার মোহাম্মদ শামি Ñ ওয়েবসাইট
আগের সফরে ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছিল ভারত। কিন্তু এবারের ফল ভিন্ন হবে; নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে তেমন আভাসই দিয়ে রাখল বিরাট কোহলির দল। বুধবার কিউইদের পাত্তাই দেয়নি তারা। বৃষ্টির কারণে নয়, সূযের্র আলোর কারণে বারবার বন্ধ হওয়া ম্যাচে ডাকর্ওয়াথর্ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের আয়েসি জয় পেয়েছে অতিথিরা, সিরিজ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। নেপিয়ারে ভারতের জয়টা আয়েসি হলেও তাদের সেই জয়ের অপেক্ষায় রেখেছিল ‘সূযর্’! সফরকারীদের ইনিংসের সময় পড়তি সূযের্র অবস্থানের কারণে খেলা বন্ধ হয়েছিল প্রায় আধা ঘণ্টা। পযার্প্ত আলো থাকার পরও খেলা বন্ধ, কেন? কারণ তখন সূযের্র রশ্মি সরাসরি গিয়ে লাগছিল ব্যাটসম্যানের চোখে। তাই তারা খেলতে পারছিলেন না। নেপিয়ারে এর আগেও এমনটা ঘটেছে বেশ কয়েকবার। ম্যাকলিন পাকের্ দুই বছর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি টি২০ ম্যাচও ঝুলে ছিল একই কারণে। অবশ্য প্রাকৃতিক কারণের চেয়ে এমন ঘটনার জন্য দায়ী এর পিচ! সাধারণত বেশির ভাগ পিচের দিকমুখিতা হয় উত্তর-দক্ষিণ। কিন্তু ম্যাকলিন পাকের্ পিচের অবস্থান পূবর্ পশ্চিম। তাতেই বার বার ঘটছে এমন বিপত্তি। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। কুলদীপ যাদব আর মোহাম্মদ শামির বোলিংয়ের কোনো জবাবই যেন জানা ছিল না কেন উইলিয়ামসনের দলের। ৩৮ ওভারেই স্বাগতিকরা গুটিয়ে যায় ১৫৭ রান তুলে। অধিনায়ক উইলিয়ামসন (৬৪) ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সবোর্চ্চ ২৪ রান আসে রস টেলরের ব্যাট থেকে। ১০ ওভারে ৩৯ রান দিয়ে কুলদীপ নেন ৪ উইকেট। ম্যাচসেরা শামি ১৯ রান খরচায় নেন ৩টি উইকেট। ১৫৮ রানের লক্ষটা যে ভারত সহজেই পেরিয়ে যাবে, তা অনুমেয়ই ছিল। বৃষ্টি আইনে এক ওভার কমে, অথার্ৎ ৪৯ ওভারে সেই লক্ষ্যটা দঁাড়ায় ১৫৬। শিখর ধাওয়ানের অপরাজিত ৭৫ রানের সুবাদে ৩৪.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পেঁৗছে যায় ভারত। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ৪৫ রান।