দুই ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রানপাহাড়

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ছয় মাস আগেও অনেকের মনে প্রশ্ন উঠেছিল, কেন উইলিয়ামসন কবে ব্যাট হাতে তার সেরা ফর্ম আবিষ্কার করবেন। ছয় দিন আগেও দলে ফেরা হেনরি নিকোলসের জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। ওয়েলিংটন টেস্টে সব প্রশ্নের ইতি টানলেন তারা। ফর্মের তুঙ্গে উঠেছেন উইলিয়ামসন। তার সঙ্গে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন আলো ছড়ালেন নিকোলসও। আর এই দুজনে গড়লেন ইতিহাস, নিউজিল্যান্ডের একই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সতীর্থ তারা। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে দুজন করলেন ডাবল সেঞ্চুরি, রানপাহাড়ে চাপা পড়ল শ্রীলংকা। কিউইদের ৫৮০ রানের জবাবে শনিবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ২০ রান না হতেই ২ উইকেট হারিয়ে বিপাকে লংকানরা। ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শনিবার খেলা শুরু করেন উইলিয়ামসন ও নিকোলস। টানা দুই সেশন অবলীলায় ব্যাটিং করে গেছেন।