বিপিএল শিরোপা উদযাপন করবে কুমিলস্না ভিক্টোরিয়ান্স

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিলস্না ভিক্টোরিয়ান্স। সম্প্রতি শেষ হওয়া বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। সবমিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চার বার শিরোপা জিতেছে কুমিলস্না। বিপিএলের সর্বশেষ শিরোপা জয়ের এক মাস পেরিয়ে গেছে। তবুও যেন শিরোপা জয়ের উলস্নাস থামেনি ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির। তাই আজ সোমবার উদযাপনের উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। নিজ শহর কুমিলস্নায় বিপিএল চ্যাম্পিয়ন দলটি ট্রফি নিয়ে ছাদখোলা বাসে শোভাযাত্রা করবে। এজন্য সোমবার বিকালে কুমিলস্নার লালমাই উপজেলায় 'ভিক্টোরিয়ান্স মেলা' করবে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে দলের খেলোয়াড়, কোচ, মালিকসহ সংশ্লিষ্ট সবাই থাকবেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিলস্না ভিক্টোরিয়ান্স দলটির ব্যবস্থাপনা বিভাগ। বিবৃতিতে বলা হয়, 'বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিলস্না ভিক্টোরিয়ান্সের চারবারের শিরোপা জয় উপলক্ষে ২০ মার্চ বিকাল ৪টায় 'ভিক্টোরিয়ান্স মেলা' অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েসসহ দেশীয় অন্য খেলোয়াড়রা চারটি চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ছাদখোলা বাসের আয়োজনে অংশ নেবেন। পরবর্তীতে তারা মোটর শোভাযাত্রাসহ উপস্থিত হবেন জামতলী এলাকার অনুষ্ঠানস্থলে।' বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা ঘরে তুলেছে কুমিলস্না ভিক্টোরিয়ান্স। একই সঙ্গে দলের অধিনায়ক হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক গড়েছেন ইমরুল কায়েস। যদিও সর্বশেষ আসরে যাত্রাটা সুখকর ছিল না ভিক্টোরিয়ান্সের। টানা তিন ম্যাচ পরাজয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ভিক্টোরিয়ান্স মেলায় ক্রিকেটাররা ছাড়াও অ্যাশেজ ব্যান্ড, সঙ্গীতশিল্পী কণা, প্রিতম হাসানসহ একাধিক তারকা উপস্থিত থাকবেন।