ইউরো বাছাইয়ে ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ

প্রকাশ | ২২ মার্চ ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরো বাছাইয়ে এই সপ্তাহে ইতালি, ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। কিন্তু দুটি ম্যাচেই তারকা ফরোয়ার্ড মার্কাসর্ যাশফোর্ডকে পাচ্ছে না ইংলিশরা। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।  কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তিন গোল করেছেনর্ যাশফোর্ড। তার ওপর মৌসুমে দুর্দান্ত ফর্মেও রয়েছেন। ক্লাব ও জাতীয় দল মিলে ৩০টি গোল করেছেন। ফলে তার অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য দুঃসংবাদই। এফএ বিবৃতিতের্ যাশফোর্ডের চোট নিয়ে বলেছে, র্'যাশফোর্ড ইউরো বাছাইয়েও খেলতে পারছে না। সে ফুলহ্যামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে গিয়ে চোট পেয়েছে।' একইভাবে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকায় চেলসি তারকা ম্যাসন মাউন্টকেও পাচ্ছে না তারা। এদিকে, গোলকিপার নিক পোপ চোট পাওয়ায় ইউরো বাছাইয়ের দলে টটেনহামের ফ্রেজার ফরস্টারকে ডেকেছে ইংল্যান্ড। ২০১৩ সালে অভিষেক হওয়া ফরস্টার ইংল্যান্ডের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। তবে ২০১৬ সালের পর তার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।  বাছাইয়ে বৃহস্পতিবার ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। তার পর রোববার ইউক্রেনকে আতিথ্য দেবে।