মাশরাফির আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড মোহামেডান

দ্রম্নততম জয়ের রেকর্ড রূপগঞ্জের

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দেশের সেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের দেখা পাচ্ছে না জননন্দিত ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিপিএলে টানা পাঁচ ম্যাচ খেলে সবক'টিতে হেরেছে মোহামেডান। কোনো জয়ের দেখা না পাওয়া মোহামেডান হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে। টি২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ মাহমুদউলস্নাহ রিয়াদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, শুভাগত হোম রয়েছেন মোহামেডানের দলে। কিন্তু কাজের কিছুই হচ্ছে না। গতকাল নিজেদের ৫ম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে রেকর্ড গড়ে হেরেছে সাদা-কালোরা। মাশরাফি বিন মর্তুজার আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফাইফারে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে মাত্র ৩৪ মিনিটে ১০ উইকেটের ব্যবধানে হারে সাদা-কালো ক্লাবটি। এই জয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সবচেয়ে দ্রম্নততম জয়। বিকেএসপির মাঠে গতকাল সোমবার টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। মাশরাফির তোপে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায় ইমরুল কায়েসের দল। রান তাড়া করতে নেমে ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কনকে হারিয়ে মোহামেডানের শুরু হয়। এরপর সৌম্য সরকার-ইমরুল কায়েস এগিয়ে নিচ্ছিলেন দলকে। সর্বোচ্চ ৪১ রানে চিরাগ জানির শিকার হয়ে সৌম্যর বিদায়ের পর মূলত মাশরাফির আক্রমণ আর মোহামেডানের পতনের শুরু। ১১তম ওভারের শেষ বলে ইমরুল কায়েসকে (১১) বোল্ড করে প্রথম উইকেটের দেখা পান মাশরাফি। তার পরের ওভারে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার (৭)। মাশরাফির তোপে দিশেহারা মোহামেডান একের পর এক উইকেট হারাতে থাকে। মাশরাফির বল যেন বুঝতেই পারেননি মোহামেডানের ব্যাটসম্যানরা। ইমরুল-অনুষ্টুপের পর মাশরাফির শিকার হয়ে একে একে ফেরেন শুভাগত হোম (৩), এনামুল হক জুনিয়র (০) ও খালেদ আহমেদ (৪)। তার তোপে মাত্র ২১ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট হয় ঐতিহ্যবাহী ক্লাবটি। মাশরাফির তোপের মাঝে মোহামেডানের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউলস্নাহ রিয়াদ ২ রানে ফেরেন নাঈম ইসলামের শিকার হয়ে। তাতে আশা-ভরসা সব শেষ হয়ে যায় আরও। মাহমুদউলস্নাহ ফেরার পর ১৮ রান করতে পারে ক্লাবটি। সৌম্য-ইমরুল ছাড়া দলের কেউ দুই অংকের ঘর পেরোতে পারেননি। অর্ধেক থেকে ১ রান বেশি আসে সৌম্যর ব্যাট থেকে। মাশরাফি ৮.৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। মেডেন দেন তিনটি। আর ১ উইকেট নিতে পারলে লিস্ট 'এ' ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়তে পারতেন। লিস্ট 'এ'তে সপ্তমবারের মতো ফাইফার নেন এই পেসার। এ ছাড়া সবচেয়ে বয়স্ক হিসেবেও এই কীর্তিতে নাম লেখান মাশরাফি। এখন পর্যন্ত চলতি আসরে ১১ উইকেট নিয়ে শীর্ষে আছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া দুটি করে উইকেট নেন চিরাগ জানি-নাঈম ইসলাম জুনিয়র। রান তাড়া করতে নেমে দুই ওপেনারের ঝড়ে ৫০ বলে আধঘণ্টা না যেতেই জিতে যায় রূপগঞ্জ। প্রিমিয়ার লিগে এটি সবচেয়ে দ্রম্নততম জয়। পারভেজ হোসেন ইমন ৪টি করে চার-ছয়ে ২১ বলে ৪৪ ও মুনিম শাহরিয়ার ২৯ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।