রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

প্রকাশ | ২৮ মার্চ ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরো বাছাই পর্বে লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করে দারুণ উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনালদো -ওয়েবসাইট
বয়স ৩৮ পার হয়ে গেছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যেন পুরোপুরি একজন তরুণ। তার পায়ের ধার তো কমার সম্ভাবনা নেই, বরং যেন বাড়ছে। চার দিনের মধ্যে পর্তুগালকে দ্বিতীয় জয়ে নেতৃত্ব দিলেন রোনালদো। লিখটেনস্টেইনের পর লুক্সেমবার্গের বিপক্ষে করলেন জোড়া গোল। লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে রোববার রাতে স্বাগতিকদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে রবার্তো মার্টিনেজের দল পর্তুগাল। ফিফার্ যাংকিংয়ে দুই দলের মাঝের বিশাল পার্থক্য মাঠেও প্রতিফলিত হলো। ১৮ মিনিটেই তিনবার জালে বল পাঠানো পর্তুগাল আভাস দিল গোল উৎসবের। বিরতির পর যদিও শুরুর দাপট ধরে রাখতে পারেনি তারা। তবে রোনালদোর জোড়া গোলে বড় জয় নিয়েই ঘরে ফিরল সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের 'জে' গ্রম্নপের ম্যাচটিতে পর্তুগিজদের অন্য চার গোলদাতা হলেন জোয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্স্নোভাকিয়া। দুই ম্যাচে লুক্সেমবার্গের পয়েন্ট ১। ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে নূ্যনতম প্রতিরোধও গড়তে পারেনি ফিফার্ যাংকিংয়ের ৯২তম স্থানে থাকা দলটি। পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজ আবারও রোনালদোর ওপর ভরসা রেখেছেন। তাই তো প্রতিদান দিতে একটুও দেরি করেননি। নুনো মেন্দেসের হেড থেকে আল নাসর তারকা ৯ মিনিটে গোলমুখ খোলেন। বার্নাডো সিলভার ক্রস থেকে ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ফেলিক্স। তিন মিনিট পর জোয়াও পালিনহার বানিয়ে দেওয়া বলে ৩-০ করেন সিলভা নিজে। ডিফেন্সের ওপর দিয়ে আসা বল জালে জড়িয়ে চতুর্থ গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৯৮ ম্যাচে গোলসংখ্যা ১২২ এ নিলেন ৩৮ বছর বয়সি এই পর্তুগিজ তারকা। লুক্সেমবার্গের বিপক্ষে ১১ ম্যাচে ১০ গোল তার, কোনো একটি আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রথমবার গোলসংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়ে গেলেন তিনি। ৬৫ মিনিটে তাকে গনসালো রামোসের বদলে উঠিয়ে নেওয়া হয়। আর বিরতির পর লিয়াওয়ের ক্রস থেকে ওতাভিও পঞ্চম গোল করেন। ৮৩ মিনিটে রুবেন নেভেস প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পাননি তার ফ্রি কিক পোস্টে লাগলে। এর কিছুক্ষণ পর পর্তুগাল পেনাল্টি পায় বক্সের মধ্যে রাফায়েল লেয়াও ফাউল হলে। তাকে অবশ্য রুখে দেন লুক্সেমবার্গের গোলকিপার এন্থনি মরিস। তবে খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে নেভেসের পাস থেকে ৬-০ করেন লেয়াও।