তিনে তিন বসুন্ধরার

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গোলের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উদযাপন। বুধবার নোফেল স্পোটির্ং ক্লাবকে হারিয়েছে তারা Ñবাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে নবাগত শক্তি বসুন্ধরা কিংস। অন্যদিকে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটির্ং ক্লাব। বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে দুই নবাগতের লড়াইয়ে নোফেল স্পোটির্ং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীষর্ স্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদাসর্ ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের হারে সমথর্কদের আরও একবার হতাশ করেছে মোহামেডান। প্রথমাধর্ গোলশূন্য থাকলেও দ্বিতীয়াধের্র শুরুর দিকেই গোল আদায় করে নেয় ব্রাদাসর্। ৫১ মিনিটে বঁা প্রান্ত থেকে এভারটনের ছোট ক্রসে বল পেয়ে নিজের পায়ে রাখতে চেষ্টা করতে থাকেন জ্যাক ড্যানিয়েল মেজা। তাকে দুই পাশ থেকে চেপে ধরেছিলেন মোহামেডানের দুই ডিফেন্ডার। কিন্তু বল নিজ আয়ত্তে রেখে ডান পায়ের দূরপাল্লার শটে ব্রাদাসের্ক লিড এনে দেন ড্যানিয়েল (১-০)। নিধাির্রত সময়ে আর ম্যাচে ফেরা হয়নি মোহামেডানের। বিজেএমসির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে লিগ শুরু করেছিল ঐতিহ্যবাহীরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই হেঁাচট খায় তারা। আরামবাগের কাছে ৪-১ গোলের জয়ের পর তারা তৃতীয় রাউন্ড শেষ করলে ব্রাদাসের্র বিপক্ষে হার দিয়ে। তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে মোহামেডান। অন্যদিকে মৌসুমের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল বসুন্ধরা কিংস এবার আগাচ্ছে সঠিক গতিতেই। প্রতি ম্যাচেই তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে অস্কার ব্রোজনের শিষ্যরা। বসুন্ধরা মাঠে নামলেই বাড়তি উত্তেজনা নিয়ে অপেক্ষা করে দশর্করা। আর লড়াইটা যখন দুই নবাগতর তখন আকষর্ণটা আরও বেড়ে যায় ঢাকার বাইরের মাঠে। ভেন্যুটা যখন নিজেদের, জয়টা তো বসুন্ধরারই প্রাপ্য। যদিও এদিন ঝলক দেখাতে পারেননি বিশ্বকাপার কলিন্ড্রেস। তবে স্থানীয়রা ঠিকই দেখিয়েছেন তাদের পায়ের জাদু। ২৩ মিনিটে ম্যাচে লিড নেয় বসুন্ধরা। বক্সের বাইরে থেকে বলটা বানিয়ে দেন কিরগিজ ফরোয়াডর্ বখতিয়ারভ। বল রিসিভ করে সুকৌশলে নোফেলের জালে ঠেলে দেন ফরোয়াডর্ মতিন মিয়া (১-০)। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংসরা। এর আগের মিনিটে বেশ কটি আক্রমণ শানায় তারা। তবে নোফেলের গোলরক্ষক বার বার বল ফিরিয়ে দিচ্ছিলেন। কিন্তু বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যথর্ হয় নোফেলের ডিফেন্স। ফলে যা হবার তাই হয়। ইমন বাবু বল পেয়ে বক্সের মাথা থেকে সরাসরি পাঠান জালে (২-০)। আর এই গোলেই জয় নিশ্চিত হয় কিংসদের। এই ম্যাচ দিয়ে শেষ হলো তৃতীয় রাউন্ডের খেলা। তিন ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে পয়েন্টশূন্য নোফেল আছে টেবিলের তলানিতে। দু’দিন বিরতি দিয়ে আগামী ২ ফেব্রæয়ারি শুরু হবে চতুথর্ রাউন্ড।