ভিলিয়াসের্র পর হেলস ‘ধাক্কা’ রংপুরে

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ৬ষ্ঠ আসরে বিদেশি তারকাদের ফেরার মিছিল চলছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ানার্ররা চলে গেছেন ইনজুরি নিয়ে। এরপর পরিবারকে সময় দেয়ার জন্য প্লে-অফ না খেলেই দেশে চলে যাবেন রংপুর রাইডাসের্র তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়াসর্। তা জানা গেছে বিপিএলের চট্টগ্রাম পবের্র মাঝপথে। আর এবার চট্টগ্রাম পবর্ শেষে জানা গেল প্লে-অফের আগে ডি ভিলিয়াসের্র মতোই রংপুর রাইডাসের্র উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্স হেলস দেশে ফিরে যাচ্ছেন। চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে রংপুর রাইডাসের্র সবশেষ ম্যাচেই কঁাধে ব্যথা পেয়েছিলেন হেলস। সে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে দেশে পাঠাতে বাধ্য হচ্ছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। মূলত ইংল্যান্ড ক্রিকেট বোডের্র অনুরোধে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ ওপেনার। বিপিএলের শেষ পবর্ খেলতে ঢাকায় এসে বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রাইডাসের্র কোচ টম মুডি। তিনি জানিয়েছেন বুধবার রাতে হেলসের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে দল। দেশে ফিরেই উচ্চতর চিকিৎসা নেবেন হেলস। মুডি বলেছেন, ‘আমরা গত রাতে (বুধবার) এই খবরটি পেয়েছি। তাকে লন্ডনে ফিরে যেতে হবে বাম কঁাধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাম কঁাধে চোট পেয়েছিল। সে ফিল্ডিং করেনি এরপর। ইংল্যান্ড ক্রিকেট বোডর্ (ইসিবি) অনুরোধ করেছে তাকে ফেরানোর জন্য এবং সেখানে চিকিৎসকের পরামশর্ নেয়ার জন্য।’