লিভারপুলের ড্র বিধ্বস্ত চেলসি

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আগের রাতে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় লিভারপুলের সামনে শীষর্স্থানের লিড ৭ পয়েন্টে নিয়ে যাওয়ার দারুণ সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ইয়ুগের্ন ক্লপের দল। বুধবার রাতে ঘরের মাঠে লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অলরেডরা। আর চেলসির জাসিের্ত অভিষেকের রাতটা ভুলে যেতে চাইবেন গঞ্জালো হিগুয়েন। ইংলিশ প্রিময়ার লিগে আজের্ন্টাইন ফরোয়াডের্র প্রথম ম্যাচে বিব্রতকর এক হার সঙ্গী করেছে চেলসি। বোনর্মাউথের মাঠে ৪-০ গোলে হেরেছে বøুজরা। ঘরের মাঠে লিভারপুল খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। রবাতো ফিরমিনহোর কাছ থেকে বল পেয়ে সাদিও মানে জোরালো শটে লক্ষ্য ভেদ করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পরই কেমন যেন ছন্দ হারিয়ে ফেলে ক্লপের শিষ্যরা। তবে এ সময় ছেড়ে কথা বলেনি লেস্টারসিটি। দারুণভাবে ঘুরে দঁাড়িয়ে সমতা ফিরিয়ে আনে তারা। প্রথমাধের্র অতিরিক্ত সময়ে বেন চিলওয়েলের হেড করে বাড়িয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে দুদার্ন্ত শটে বল জালে জড়িয়ে দেন হ্যারি ম্যাগুইর। প্রথমাধের্ ১-১ গোলে সমতা বিরাজ করছিল। দ্বিতীয়াধের্ লিভারপুল দুইবার গোল করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৮৭ মিনিটে ডানিয়েল স্টারিজের শট এবং অতিরিক্ত সময়ে মানের হেড দুটোই ক্রস বারের অনেক উপর দিয়ে চলে যায়। ফলে লিভারপুলকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে লিভারপুল কোচ ক্লপ অবশ্য জানান, মাঠে তুষার পড়ার কারণে বল দ্রæত পাস দেয়া কঠিন হয়ে পড়েছিল। যে কারণে ভুগতে হয়েছে তার খেলোয়াড়দের। এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীষের্ই আছে লিভারপুল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট কম নিয়ে তিনে টটেনহাম।