মেসি-রোনালদোর দু’রকম রাত

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হারার প্রতিশোধ সেভিয়ার মাঠে গিয়েই নিল বাসেের্লানা। বুধবার রাতে লিওনেল মেসির নৈপুণ্যে ৬-১ গোলের বড় জয় পেয়েছে কাতালান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকে তাই শেষ চারে উঠেছে বাসার্। একই রাতে ইতালিয়ান কাপে জুভেন্টাসকে জিতাতে পারেননি সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আটালান্টার কাছে ৩-০ গোলে হেরে ইতালিয়ান কাপ থেকে বিদায় নিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। প্রথম লেগে দলের সেরা তারকা মেসি ছিলেন না। ন্যু ক্যাম্পে বুধবার রাতে ফিরতি লেগে ফেরেন আজের্ন্টাইন ফরোয়াডর্। দলের প্রথম গোলে অবদানও ছিল তারই। ১৩ মিনিটে বক্সের ভেতর মেসি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাসার্। মেসি নিজে অবশ্য পেনাল্টি নেননি, বল তুলে দেন ফিলিপে কুতিনহোর হাতে। ব্রাজিলিয়ান প্লে-মেকার পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয়ার পাশাপাশি নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছেন। ৩১ মিনিটে বাসার্র ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ। এর আগে সমতায় ফেরার ভালো একটি সুযোগ পেয়েছিল সেভিয়া। ২৪ মিনিটে সেভিয়ার রোকি মেসাকে বক্সের ভেতর জেরাডর্ পিকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি এভার বানেগা। আজের্ন্টাইন মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ঠেকান বাসার্র ডাচ গোলরক্ষক ইয়াসপার সিলিসেন। দ্বিতীয়াধের্ গোল উৎসব করেছে বাসার্। ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূণর্ করেন কুতিনহো। পরের মিনিটে মেসির পাস থেকে স্কোরলাইন ৪-০ করে ফেলেন সাজির্ও রবাতোর্। ৬৭ মিনিটে সেভিয়ার আরনা লোপেস একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু ৮৯ মিনিটে লুইস সুয়ারেজ ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাসার্। আটালান্টার বিপক্ষে শক্তিশালী দলই নামিয়েছিলেন জুভেন্টাসের কোচ অ্যালেগ্রি। ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালারা ছিলেন শুরুর একাদশে। কিন্তু তেমন কিছুই করে দেখাতে পারেননি তারা। উল্টো ম্যাচের ৩৭ থেকে ৩৯, তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে জুভেন্টাস।