ক্যারিবীয় পেসে নাকাল ইংল্যান্ড

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ ব্যাটসম্যানদের নতশিরে সাজঘরে ফেরার এই দৃশ্য বারবার দেখেছে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি Ñওয়েবসাইট
আবারও ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপ। একদিন না যেতেই আবারও শেষ ইংল্যান্ডের ইনিংস। আরেকবার টস জয়কে পুঁজি করে এগিয়ে থাকল ক্যারিবিয়ানরা। বাবাের্ডাজ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে দিয়েছিল মাত্র ৭৭ রানে। ওই টেস্টে শেষতক তাদের কপালে জুটে ৩৮১ রানের বড় হার। ঘুরে দঁাড়ানোর আশা নিয়ে অ্যান্টিগা টেস্টে খেলতে নেমে আবারও ব্যাটিং বিপযের্য় জো রুটের দল। ৬১ ওভার ব্যাট করে ১৮৭ রানেই অলআউট তারা। এরপর বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। আরও একবার কেমার রোচের গতিঝড়ে দিশেহারা ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল ৩টি ও আলজারি জোসেফ নেন ২টি উইকেট। টস হেরে ব্যাটিং করতে নেমে রোচ-গ্যাব্রিয়েলদের তোপে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এর মধ্যে জনি বেয়ারস্টোর রানই ৫২! বাকি চারজনের কেউই দুই অংকের কোটা ছুঁতে পারেননি। ররি বানর্স (৪), জো ডেনলি (৬), জো রুট (৭), জস বাটলার (১) মিলে করেছেন ১৮ রান। এরপর বেন স্টোকসকে (১৪) হারিয়ে আরও বিপদে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে মঈন আলি-বেন ফোকসের (৩৫) কল্যাণে স্কোরবোডের্ আরও কিছু রান জমা করতে পেরেছে তারা। সপ্তম উইকেটে ৮৫ রানের জুটি গড়েন তারা। হাফসেঞ্চুরি তুলে দলীয় ১৭৮ রানে আউট হন মঈন (৬০)। এরপর ৯ রানের ব্যবধানে বাকি ৩ উইকেট হারিয়ে ১৮৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইংল্যান্ড যখন অলআউট হয়, দিনের খেলা তখন ২১ ওভার বাকি। এই ২১ ওভারে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (১১*) আর জন ক্যাম্পবেল (১৬*) নিয়েছেন ৩০ রান! একেই বলে টেস্ট মেজাজের ব্যাটিং।