রংপুর নাকি ঢাকা?

ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ হতে আজ মুখোমুখি মাশরাফি সাকিবের দল

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ষষ্ঠ বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রংপুর রাইডাসের্র মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকা ডায়নামাইটের অধিনায়ক সাকিব আল হাসান Ñবিসিবি
জিতলেই ফাইনাল, এমন এক হিসেব সামনে রাখা ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে প্রথম কেয়ালিফায়ারে ৮ উইকেটে হেরে যাওয়ায় রংপুর রাইডাসের্ক আজ খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। বঁাচা-মরার সেই লড়াইয়ে মাশরাফি বিন মতুর্জার দলের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। গত বিপিএলের ফাইনালে লড়েছিল দুই দল, এবার ফাইনালের আগেই ঝরে পড়তে হবে দুই দলের একটিকে। সেই দলটি ঢাকা নাকি রংপুর, সেটাই এখন প্রশ্ন। গত আসরের ফাইনালে রংপুরের কাছে হেরেছিল ঢাকা। লিগ পবের্ দুইবারের সাক্ষাতে ১-১ সমতায় থাকার পর এবার সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ সাকিবদের সামনে। তার আগে দলটি দুশ্চিন্তায় আছে ক্রিস গেইলকে নিয়ে। গত আসরের ফাইনালে ক্যারিবীয় দানবের কাছেই মূলত হেরেছিল ঢাকা। এবার অবশ্য ছন্দে নেই তিনি। চার-ছক্কার বৃষ্টি নামানো দূরে থাক, বল প্রতি রান তুলতেই হিমশিম খাচ্ছেন। ২২ গজে গেইলের এই ঝিম মেরে থাকাটাই উল্টো ভয় বাড়াচ্ছে ঢাকা শিবিরে। মঙ্গলবার মিরপুরে অনুশীলনের ফঁাকে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন বললেন, ‘গেইলের রান না করা ভয়েরই কারণ। কেননা গত আসরের ফাইনালে তার সেঞ্চুরিই আমাদের পেছনে ফেলে দিয়েছিল। ক্রিস গেইল ইজ ক্রিস গেইল। তার আসলে তুলনা চলে না। সে কখন মারবে, কীভাবে মারবে এটা আসলে তারই ব্যাপার। এখন হয়তো মারছে না। বুধবার প্রথম বল থেকেই মারা শুরু করবে।’ গেইলকে সুজন বলছেন, ‘ঘুমন্ত বাঘ’। তিনি জানেন, ঘুমন্ত বাঘ জেগে গেলেই সবর্নাশ। তাই তাকে ঘুম পাড়িয়ে রাখার পরিকল্পনাই অঁাটছে ঢাকা, ‘আমরা তাকে নিয়ে যে পরিকল্পনা করব সেটা কাজে লাগানোই বড় ব্যাপার। রংপুরের ম্যাচ উইনার অনেক আছে। রাইলি রুশো সবোর্চ্চ রান সংগ্রাহক। রবি বোপারা এই কন্ডিশনের সঙ্গে মানানসই একজন খেলোয়াড়, গেম চেঞ্জার। মাশরাফির কথা আলাদা করেই বলতে হয়, ওর নেতৃত্ব। ওদের যারাই আছেন তাদের সবাই ক্যাপাবল।’ কুমিল্লার বিপক্ষে হারের কারণে ফাইনালের টিকিট হাতে আসেনি। তাই বলে আর আসবে না, এমনটা ভেবে অস্থির হতে নারাজ মাশরাফি। তিনি আত্মবিশ্বাসী, ঢাকার বিপক্ষে আজ দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে পারবে তার দল। কীভাবে অ্যালেক্স হেলস আর এবি ডি ভিলিয়াসর্ ছাড়াও ঢাকার বিপক্ষে অঘোষিত সেমির যুদ্ধে জেতা যায়, সেই পরিকল্পনা অঁাটছেন তিনি। সোমবার কুমিল্লার বিপক্ষে ভুলত্রæটিগুলো চিহ্নিত করা এবং তা কাটিয়ে ওঠার দিকেই মনোযোগী মাশরাফি। একটি জায়গা নিয়ে একটু বেশি করেই ভাবতে হচ্ছে তাকে। পাওয়ার প্লেতে ঠিকঠাক রান তুলতে পারছেন না টপঅডার্র ব্যাটসম্যানরা। এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘ঢাকার বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লেতে হাত খুলে খেলার তাগিদটা বাড়াতে হবে।’ সেই তাগিদ থেকেই ঢাকার বিপক্ষে লড়াইয়ের দিনে গেইলের সঙ্গে রংপুরের ওপেনিং জুটিতে পরিবতর্ন আসতে পারে। মেহেদী মারুফের বদলে অন্য কাউকে ওপেনারের ভ‚মিকায় দেখা যেতে পারে। এছাড়া তাদের খুব ভালো মানের স্পিনারও নেই। এমন পরিস্থিতিতে বাঁচা-মরার লড়াইয়ে দল সাজনো বা টিম কম্বিনেশন ঠিক করাও বড় চ্যালেঞ্জ রংপুরের জন্য।