বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়নরা?

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলে কোটি কোটি টাকা ট্রান্সফার ফি দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। রোনাল্ডো, মেসি, নেইমাররা যে অঙ্কের টাকা রোজগার করেন তাও হিংসা করার মতো। সে তুলনায় জাতীয় দলের জাসির্ গায়ে খুব একটা বেশি রোজগার করেন না ফুটবলাররা। ব্যতিক্রম বিশ্বকাপ। বিশ্বকাপে সুযোগ পেলেই যে বিপুল অঙ্কের টাকা ফেডারেশনগুলো পায় তা সত্যিই চমকে দেয়ার মতো। গত বছর অক্টোবর মাসেই ফিফা জানিয়ে দিয়েছিল ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন মাকির্ন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেয়া হবে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে। গত বছর এই পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন অথার্ৎ এ বছর থেকে প্রায় ৪২ মিলিয়ন মাকির্ন ডলার কম ছিল আগের বিশ্বকাপের পুরস্কার মূল্য। যাই হোক লাখ টাকার প্রশ্ন হলো এই যে ৪০০ মিলিয়ন মাকির্ন ডলার ফিফা দিচ্ছে তা থেকে কোন দল কত টাকা পাচ্ছে? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার দেয়া সেই তথ্য অনুযায়ী বিশ্বকাপের মূল পবের্ সুযোগ পাওয়া ৩২টি দল টিম খরচ হিসেবে প্রায় ১০ কোটি ২৮ লাখ টাকা করে পাবে। আর নকআউট পবের্ খেলে যে দলগুলো বাদ পড়েছে তারা পাবে প্রায় ৮২ কোটি ২৫ লাখ টাকা করে। কোয়াটার্র ফাইনালে খেলে বাদ পড়ে যাওয়া- ব্রাজিল, উরুগুয়ে, রাশিয়া, সুইডেন পাবে প্রায় ১০৯ কোটি ৬৮ লাখ টাকা করে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে তৃতীয় স্থান নিধার্রণী খেলায় বেলজিয়াম এবং ইংল্যান্ডের মধ্যে যারা চতুথর্ হবে তারা পাবে ১৫০ কোটি টাকা। আর যারা তৃতীয় হবে তারা পাবে প্রায় ১৬৪ কোটি টাকা। রোববার রাতে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ফাইনালে যারা হেরে যাবে সেই রানাসর্আপ দল পাবে ১৯১ কোটি ৬০ লাখ টাকা প্রায়। আর যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে ২৬০ কোটি ৬২ লাখ টাকা।