মাঠে না থাকলেও বিশ্বকাপের সঙ্গেই চীন

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এখন পযর্ন্ত একবারই বিশ্বকাপে খেলার সৌভাগ্য হয়েছে চীনের। সেটা ২০০২ সালে। এরপর আর বিশ্বকাপে খেলা না হলেও, ২০১০ সাল থেকে ফুটবলের বড় এই মঞ্চে গুরুত্বপূণর্ ভূমিকা পালন করে আসছে চীন। আর সেটি ফিফার সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়ে। রাশিয়া বিশ্বকাপেও বেশ কিছু চীনা প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছে। তারই প্রচারণার পাশাপাশি খেলা উপভোগ করতে রাশিয়ায় জড়ো হয়েছিল প্রায় ৪০ হাজার চীনা ভক্ত। বিশ্বকাপ ফুটবলের আসরে নেই চীন। কিন্তু তাতে থেমে নেই চীনাদের ফুটবলের এই মহাযজ্ঞ উপভোগ করা। বিশ্বকাপের খেলা উপভোগের পাশাপাশি নিজেদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে রাশিয়ায় জড়ো হয়েছিল প্রায় ৪০ হাজার চীনা ভক্ত। বিশ্ব অথর্নীতির অগ্রযাত্রায় একটা সিংহভাগ দখল করে আছে চীন। ফিফার সঙ্গেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি করে থাকে দেশটি। এই যেমন রাশিয়া বিশ্বকাপেও চীনের বেশ কিছু প্রতিষ্ঠান প্রচারণা ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছে। যাদের মধ্যে ওয়ান্ডা রিয়েল স্টেট কোম্পানি অন্যতম। ওয়ান্ডা স্পোটর্স গ্রæপ মনে করে ফিফার অন্যতম শীষর্ চীনা অংশীদারি প্রতিষ্ঠান ওয়ান্ডা। এতে তারা গবির্ত। এখন তাদের পথ অনুসরণ করে আরও অনেক চীনা প্রতিষ্ঠান এগিয়ে আসছে। এতে করে চীনের ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি হবে। ফিফা দুনীির্ত কেলেঙ্কারির পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিফার সম্পকের্র টানাপড়েন চলায়, এশিয়ার দেশগুলো এগিয়ে এসেছে ফিফার সঙ্গে বাণিজ্যিক সম্পকর্ উন্নয়নে।