এমবাপে-রাকিতিচকে নেইমারের শুভেচ্ছা

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে কোয়াটার্র ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়েছে নেইমারের ব্রাজিল। এরপরও বিশ্বকাপে নজর আছে সময়ের অন্যতম সেরা এই ফরোয়াডের্র। ক্লাব সতীথর্রা যে এখন খেলছেন। আজ ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলের দুই তারকা খেলোয়াড়দের সঙ্গে নেইমারের সখ্য বহুদিনের। ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় ইভান রাকিতিচ নেইমারের সাবেক ক্লাব বাসেের্লানার সতীথর্ ছিলেন। অন্যদিকে, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে নেইমারের বতর্মান ক্লাব প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি) সতীথর্। ফাইনাল ম্যাচের আগে এই দুই তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন নেইমার। ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর দীঘর্ ১৬ বছরের প্রতীক্ষা। শিরোপা জেতার পর গত চার আসরের তিনটি থেকেই রেকডর্ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে কোয়াটার্র ফাইনালের মঞ্চ থেকেই। গত বছর সেমিফাইনাল খেলা ব্রাজিল নিয়ে এবার অনেকে প্রত্যাশা করলেও সেই প্রত্যাশা পূরণে ব্যথর্ হয়েছেন নেইমার-কুতিনহোরা। বিশ্বকাপের আগেই ইনজুরিতে পড়েন ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। তিন মাস তাকে থাকতে হয় মাঠের বাইরে। পায়ের অস্ত্রোপচারের জন্য যেতে হয় ছুরি-কঁাচির নিচে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে নিজেকে ঠিক যেন খুঁজে পাচ্ছিলেন না এই তারকা। তবে আস্তে আস্তে ফমের্ ফিরলেও বিশ্বকাপের মতো বড় আসরে সেটা যথেষ্ট ছিল না। ফলে কোয়াটার্র ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেলেকাওদের। দলের বিদায় হলেও সাবেক ও বতর্মান দুই সতীথের্ক উৎসাহ দিলেন নেইমার। তিনি ইনস্ট্রগ্রামে দেয়া এক পোস্টে লেখেন, ‘আমার বন্ধু ইভান ও এমবাপে। আমি জানি তোমরা কতটা পরিশ্রম করে এ পযর্ন্ত এসেছ। এখন সময়টা তোমাদের, উপভোগ করো। আমি তোমাদের দুজনকে নিয়ে ভীষণ খুশি।’ দুই ফাইনালিস্ট দলকে সামনে টেনে নেইমার সঙ্গে যোগ করেছেন, ‘ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের ভক্তদের প্রতিক্রিয়ায় আমি অভিভ‚ত। সত্যি বলতে তোমাদের মতো আমিও ফাইনালের মঞ্চে থাকতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না। ব্যাপার না, দেখা হবে কাতারে। আমি তোমাদের দুজনকে বন্ধু হিসেবে পেয়ে গবির্ত। আশা করি ফুটবল বিশ্বকাপও ধন্য হবে। শুভ কামনা।’