কোহলিদের হাতে বিশ্বকাপ দেখছেন শচিন

শুরুতে ছন্দটা ধরে রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ। আমার চোখে ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হবে স্বাগতিক ইংল্যান্ড। কারণ ইংলিশরা খেলবে ঘরের মাঠে। আর টুনাের্মন্টে সবচেয়ে চমক হয়ে দেখা দিতে পারে নিউজিল্যান্ড

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শচিন টেন্ডুলকার
সা¤প্রতিক সময়ে সব ফরম্যাটের ক্রিকেটেই দুদার্ন্ত পারফমর্ করছে ভারত। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডেও আলো ছড়াচ্ছে বিরাট কোহলির দল। উত্তরসূরিদের এমন পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকার। পারফরম্যান্সের এই ধারা অব্যাহত থাকলে এবারের বিশ্বকাপটাও কোহলিদের হাতে উঠবে, এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর। কয়েকদিন আগে ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড় বলেছেন, এবার বিশ্বকাপ জিতবে ভারত। তার কথারই প্রতিধ্বনি শোনা গেল শচিনের কণ্ঠে। আন্তজাির্তক ক্রিকেটে সবোর্চ্চ রান এবং সেঞ্চুরির মালিক বলেছেন, ‘সম্ভাবনার কথা যদি বলেন, নিদ্বির্ধায় আমাদের দলের (ভারত) কথাই বলব। এর আগেও বলেছি, আমাদের দলটা এখন একদম ভারসাম্যপূণর্ একটি দল। এই দল নিয়ে আমরা বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো উইকেটে লড়াকু প্রতিপক্ষ হিসেবে দেখা দেব।’ শচিনের মতে, স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে এবারের বিশ্বকাপে ভারতের মূল প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। যদিও কদিন আগে এই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে ৪-১ ব্যবধানে হারিয়েছে কোহলি ব্রিগেড। এরপরও শচিন বলছেন, ‘আমি জানি এই সিরিজে নিউজিল্যান্ড ভুগেছে। কিন্তু ওরা দল হিসেবে দারুণ খেলেছে। কিউইদের বিপক্ষে খেলতে সব দলকেই সতকর্ থাকতে হবে।’ ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য শচিন এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘শুরুতে ছন্দটা ধরে রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ। আমার চোখে ভারতের সবচেয়ে বড় প্রতিপক্ষ হবে স্বাগতিক ইংল্যান্ড। কারণ ইংলিশরা খেলবে ঘরের মাঠে। আর টুনাের্মন্টে সবচেয়ে চমক হয়ে দেখা দিতে পারে নিউজিল্যান্ড।’ আগামী ৩০ মে ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হবে এবারের বিশ্বকাপ। এখন পযর্ন্ত ভারত দু’বার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। এবার দলটির লক্ষ্য সেই সংখ্যাটাকে তিনে নিয়ে যাওয়া।