তরুণদেরই প্রাধান্য দিচ্ছেন জেমি

৯ মাচর্ কম্বোডিয়ার বিপক্ষে আন্তজাির্তক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে চ‚ড়ান্ত স্কোয়াড

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বছরের প্রথম মিশন ৯ মাচর্। ওইদিন কম্বোডিয়ার বিপক্ষে আন্তজাির্তক প্রীতি ম্যাচ খেলতে নামবে জেমি ডে’র শিষ্যরা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চ‚ড়ান্ত স্কোয়াড। সেই স্কোয়াডে তরুণদেরই প্রাধান্য দেবেন, এমনটাই জানিয়ে রাখলেন কোচ। ৬ মাচর্ থেকে বাহরাইনে হবে জাতীয় দলের ক্যাম্প। ৫ মাচর্ দেশ ছাড়বে বাংলাদেশ দল। নতুন মিশনে জেমি ডে’র দলে প্রাধান্য থাকবে অনূধ্বর্-২৩ বছর বয়সি ফুটবলারদের। যদিও কোচ কাম্বোডিয়া ম্যাচ মাথায় রেখে চোখ রেখেছেন প্রিমিয়ার লিগে। নিয়মিত মাঠে গিয়ে ম্যাচ দেখছেন। সেখান থেকে ভালো পারফরম্যান্স করা বেশ কিছু ফুটবলারের নাম টুকে রেখেছেন তার গুডবুকে। এ প্রসঙ্গে জেমি বলেন, ‘এখনই নিদির্ষ্ট কারো নাম বলতে চাই না। তবে অনূধ্বর্-২৩ দলের প্রাধান্য থাকবে আমার স্কোয়াডে। প্রিমিয়ার লিগে তরুণ কিছু ফুটবলার দারুণ খেলছে। তাদের লিস্ট করছি। আগামীতে এদের নিয়েই গড়া হবে অলিম্পিকের বাছাইয়ের দল।’ কম্বোডিয়া মিশনের আগে ক্যাম্প করার খুব একটা সময়ই পাননি জেমি ডে। কারণ ক্লাবগুলো ব্যস্ত প্রিমিয়ার লিগ নিয়ে। ফেব্রæয়ারির শেষ সপ্তাহে চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণার পর দলের ফুটবলারদের নিয়ে ৫ মাচর্ বাহরাইনের উদ্দেশে দেশ ছাড়বেন। দেশের বাইরে মাত্র তিন দিন হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। এত স্বল্প সময়ে কতটা নিজেদের প্রস্তুত করতে পারবেন জাতীয় দলের ফুটবলাররা তা নিয়ে সংশয় থাকলেও, কোচ জেমি ডে তেমন কোনো সমস্যা দেখছেন না। জেমি ডে বলেন, ‘জাতীয় দলের অধিকাংশ ফুটবলার প্রিমিয়ার লিগে খেলছে। তাই তারা প্রস্তুতির মধ্যেই আছে। আন্তজাির্তক উইন্ডোতে সূচি না থাকায় আমরা এর বেশি প্রস্তুতি নিতে পারছি না। তবে আমি মনে করি ফুটবলাররা যেহেতু খেলার মধ্যেই আছেন। তাই তাদের কোনো সমস্যা হবে না। বাহরাইনে গিয়ে ৩ দিনের একটা কাযর্করী প্রস্তুতি কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে ভালো ফল নিয়ে আসবে।’ জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভ‚ত প্রবাসী ফুটবলারদের টেনে এনে সাফল্য পাওয়া গেছে আগেও। যেমন ডেনমাকর্ প্রবাসী জামাল ভুইয়া খেলছেন জাতীয় দলের জাসিের্ত। নিয়মিত পেশাদার লিগেও খেলছেন এই ফুটবলার। দেশের বাইরে তার মতোই বেশ কিছু ফুটবলারের খোঁজ আছে জেমির কাছে। যাদের দলে টানতে পারলে আরও শক্তিধর হবে বাংলাদেশ জাতীয় দল। তবে চাইলেই তো আর তাদেরকে দলে পাওয়া যাবে না। তাদের সম্মতি পেতে হবে সেই সঙ্গে পাসপোটর্-ভিসার জটিলতাও কাটতে হবে। এর মধ্যে কানাডার শামিদ শয়ন এবং ফিনল্যান্ডের তারেক কাজীর কাছ থেকে মিলেছে সবুজ সংকেত। তবে কবে তারা ট্রায়াল দিতে আসবেন তা এখনো জানা যায়নি।