টি২০তে বড় হার ভারতের

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিজয় শঙ্করের চোখে-মুখে হতাশা, পেছনে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উচ্ছ¡াস। এই ছবিই যেন ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি২০ ম্যাচের প্রতীকী Ñওয়েবসাইট
এবারের নিউজিল্যান্ড সফরটা হাতভরে যেমন সাফল্য দিচ্ছে, ঠিক সমানতালে যেন লজ্জাতেও ফেলছে ভারতকে। দিন কয়েক আগে এই কিউইদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় হার দেখেছিল সফরকারীরা। এবার টি২০ ফরম্যাটে বড় লজ্জাটা পেয়ে গেল বিরাট কোহলিবিহীন দলটি। বুধবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি২০তে সফরকারীদের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ফরম্যাটে রানের হিসেবে এটিই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় হার। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে ৪৯ রানে হেরেছিল ভারত। রানের হিসেবে টি২০ ক্রিকেটে সেটিই এতদিন ধরে ছিল তাদের সবচেয়ে বড় হারের রেকড ছিল। সেদিনের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৮৪ রানের জবাবে মহেন্দ্র সিং ধোনির দল থামে ১৩৫ রানে। আর বুধবার ওয়েলিংটনে আগে ব্যাট করতে নেমে নিধাির্রত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে টিম সাউদি, লুকি ফাগুর্সন, ইশ সোধি আর মিচেল স্যান্টনারের দুদার্ন্ত বোলিংয়ে ৪ বল বাকি থাকতেই ১৩৯ রানে অলআউট হয় ভারত। সিরিজের প্রথম টি২০তে স্বাগতিক নিউজিল্যান্ডের বড় সংগ্রহের রূপকার ওপেনার টিম সেইফাটর্। মাত্র ৪৩ বলে সাত চার আর ছয় ছক্কায় ৮৪ রান করেন তিনি। আরেক ওপেনার কলিন মুনরোর ব্যাট থেকে আসে ৩৪ রান। ৩৪ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। রস টেলরের ১৪ বলে ২৩ ও শেষের দিকে স্কট কুগেলিনের ৭ বলে ২০ রানের টনেের্ডা ইনিংসে ২১৯ রানের লড়াকু সংগ্রহ দঁাড় করায় কিউইরা। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে রোহিত শমাের্ক (১) হারায় ভারত। তাকে লুকি ফাগুর্সনের ক্যাচ বানিয়ে ফেরান টিম সাউদি। এরপর দলীয় ৫১ রানে বিদায় নেন অপর ওপেনার শিখর ধাওয়ানও (২৯)। ফাগুর্সনের বলে সরাসরি বোল্ড হন তিনি। ইনিংসের নবম ওভারে জোড়া আঘাত হানেন বঁাহাতি স্পিনার স্যান্টনার। তুলে নেন বিজয় শঙ্কর (২৭) আর ঋষভ পান্তকে (৪)। এক ওভার বাদে আবারও জোড়া উইকেট হারায় ভারত। ইশ সোধির বলে সাজঘরে ফেরেন দিনেশ কাতির্ক (৫) ও হাডির্ক পান্ডিয়া (৪)। ৭৭ রানে ৬ উইকেট হারানোয় কাযর্ত পরাজয় নিশ্চিত হয়ে যায় ভারতের। এরপর মহেন্দ্র সিং ধোনির ৩৯ আর ক্রুনাল পান্ডিয়ার ২০ রানের সুবাদে হারের ব্যবধানটাই যা কমিয়েছে সফরকারী দল। নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার টিম সাউদি। তবে ম্যাচসেরা হয়েছেন টিম সেইফাটর্। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৯/৬ (সেইফাটর্ ৮৪, মুনরো ৩৪, উইলিয়ামসন ৩৪, টেলর ২৩, কুগেলিন ২০*; পান্ডিয়া ২/৫১, চাহাল ১/৩৫, ক্রুনাল ১/৩৭, ভুবনেশ্বর ১/৪৭, খলিল ১/৪৮) ভারত: ১৯.২ ওভারে ১৩৯/১০ (ধোনি ৩৯, ধাওয়ান ২৯, শঙ্কর ২৭, ক্রুনাল ২০; সাউদি ৩/১৭, ফাগুর্সন ২/২২, স্যান্টনার ২/২৪) ফল: নিউজিল্যান্ড ৮০ রানে জয়ী। ম্যাচসেরা: টিম সেইফাটর্