ক্লাসিকোতে সমতা

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চোটে লিওনেল মেসির জায়গা হয়নি প্রথম একাদশে। তার বদলি হিসেবে এল ক্লাসিকোয় অভিষেক হয়েছিল ম্যালকমের। সেই ম্যালকমই হলেন বাসেের্লানার ত্রাতা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লুকাস ভাসকেসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ার পর তার গোলেই ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। ফলে আগামী ২৭ ফেব্রæয়ারি সান্তিয়াগো বানার্ব্যুতে ফিরতি লেগ দিয়েই নিধাির্রত হবে কোপা দেল’রের ফাইনালে যাচ্ছে কোন দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে পেছনে ফেলে আবারও এককভাবে তালিকার শীষের্ উঠেছে ম্যানচেস্টার সিটি। এমেরিক লাপোতের্ ও গ্যাব্রিয়েল জেসুসের লক্ষ্যভেদে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে পেপ গাদির্ওলার দল। এই জয়ে ৬২ পয়েন্ট হলো তাদের। অন্যদিকে, ভিয়েফসকে হারিয়ে ফরাসি কাপের কোয়াটার্র ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি)। চ্যাম্পিয়নদের কাছে হারলেও তৃতীয় বিভাগের দলটির প্রাপ্তি কম নয়। ম্যাচটিকে অতিরিক্ত সময় পযর্ন্ত নিয়ে গেছে তারা। অতিরিক্ত সময়ে ইউলিয়ান ড্রাক্সলার, মুসা দিয়াবি ও এডিনসন কাভানির লক্ষ্যভেদে ৩-০ গোলে তাদের উড়িয়ে দিয়েছে থমাস টুখেলের দল।