সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জয়ে ইতি টানল পাকিস্তান ক্রীড়া ডেস্ক প্রথম দুই ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার কাছে আগেই টি২০ সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচটিতে ২৭ রানে জিতে ধবলধোলাই এড়িয়েছে সফরকারীরা। টেস্টে ৩-০, ওয়ানডেতে ৩-২ ব্যবধানে হারের পর টি২০ সিরিজটি ২-১ ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকা সফরের ইতি টানল তারা। সেঞ্চুরিয়নে আগে ব্যাট করতে নেমে নিধাির্রত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সবোর্চ্চ ২৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। আসিফ আলি ২৫, বাবর আজম ২৩ আর ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে আসে ১৯ রান। শেষের দিকে ৮ বলে ২২ রানের একটা ছোটখাট ঝড়ো ইনিংস খেলেন শাদাব খান। তাতেই লড়াইয়ের পুঁজি পায় অতিথিরা। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন রেসি ফন ডুসেন। তিনি ৪১ রান করে আউট হন। শেষের দিকে ক্রিস মরিসের ২৯ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসেও হার এড়াতে পারেনি প্রোটিয়ারা। ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে তারা। ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ আমির। ম্যাচসেরা শাদাব আর ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট। ভারত সফর থেকে ছিটকে গেলেন স্টাকর্ ক্রীড়া ডেস্ক ইনজুরির কারণে আসন্ন ভারত সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টাকর্। তার বদলে কেন রিচাডর্সনকে দলভুক্ত করেছে অজিরা। দলে ফিরেছেন শন মাশর্ আর নাথান কল্টার নাইল। অন্যদিকে মিচেল মাশর্, পিটার সিডল এবং বিলি স্ট্যানলেক ছিটকে গেছেন স্কোয়াড থেকে। ২৪ ফেব্রæয়ারির থেকে ভারতের বিপক্ষে দুইটি টি২০ এবং ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে ক্যানবেরা টেস্টের পঞ্চম দিনে বোলিং করার সময় পেটের বা পাশের পেশিতে চোট পান স্টাকর্। ওই চোটই ভারত সফর থেকে ছিটকে দিয়েছে তাকে। বঁাহাতি এই পেসার এখন আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে দলে ফেরার লক্ষ্য স্থির করেছেনÑ এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দল নিবার্চক ট্রেভর হনস। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় থাকা শন মাশর্ হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন। তবে তিনি দলে যোগ দেবেন তৃতীয় ওয়ানডের আগে। ওই সময় পযর্ন্ত ওয়ানডে দলে তার বিকল্প হিসেবে নেয়া হয়েছে ডি’আচির্ শটের্ক। ২ মাচর্ হায়দরাবাদে হবে প্রথম ওয়ানডে, নাগপুরে দ্বিতীয় ওয়ানডে ৫ মাচর্। ওই ম্যাচের পরই দেশে যাবেন শটর্।