উইন্ডিজ নারী ক্রিকেটারদের জন্যও 'বিজনেস ক্লাস'

প্রকাশ | ২০ মে ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের মতো নারী ক্রিকেটাররাও এখন থেকে বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন এবং হোটেলে একক কক্ষ পাবেন। দূরের যাত্রায় ছেলেদের ভ্রমণ নীতিমালার সঙ্গে মিলিয়ে নারী ক্রিকেটারদের মূল্যায়ন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডবিস্নউআই)। ক্যারিবীয় বোর্ড বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মার্চে নতুন সভাপতি কিশোর শ্যালোর নির্বাচনের পর সিডবিস্নউআই পরিচালনা পর্ষদের প্রথম সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। শ্যালো বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের খেলা ক্রমেই বিকশিত হচ্ছে। তাদের দ্রম্নত এগিয়ে নিতে ও নেতৃত্ব দিতে সিডবিস্নউআইকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। একজন স্বাধীন পরিচালক হিসেবে বোর্ডে এই নীতিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া ক্রিকেট বোর্ডের একটি পদক্ষেপ।' একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড নারী ক্রিকেট ট্রান্সফর্মেশন কমিটি নামে নতুন একটি কমিটিও অনুমোদন করেছে। যার কাজ হবে মেয়েদের সমতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলা। পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের পেশাদার ক্রিকেটে প্রতিভা বিকাশের জন্য বছরের শেষদিকে নারী অ্যাকাডেমিও চালু করবে বোর্ডটি। উইন্ডিজ পেস্নয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিইও ওয়াভেল হাইন্ডস বলেছেন, 'ক্রিকেটারদের মধ্যে কাজের পরিবেশ সমতার লক্ষ্যে এই পদক্ষেপকে স্বাগত জানাই।' আগামী জুন এবং জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। সিরিজের সূচি এখনো প্রকাশ করেনি ক্যারিবীয় বোর্ড।