টিকিট না পেয়ে দশর্কদের প্রতিবাদ

মূলত যারা মধ্যরাত ও সকাল থেকে টিকিট কেনার আশায় বুথের সামনে লাইনে দঁাড়িয়েছিলেন, তারাই একাট্টা হয়ে বাধা উপেক্ষা করে স্টেডিয়ামে ঢুকে প্রতিবাদ জানান।

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ফাইনাল। টিকিটের দাবিতে শুক্রবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ। বিসিবির নিদির্ষ্ট বুথে ফাইনাল ম্যাচের কোনো টিকিট না পেয়ে ক্ষুব্ধ দশর্করা পুলিশ ও আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে প্রধান ফটক দিয়ে চত্বরের ভেতরে ঢুকে পড়েন। একসঙ্গে প্রায় দুই হাজার মানুষ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় পুরো স্টেডিয়ামে। বেশ কিছুক্ষণ হট্টগোলের পর বিসিবির নিরাপত্তা বাহিনীর সদস্য, র‌্যাব ও পুলিশের বাড়তি ফোসর্ মিলে তাদের বের করে দিতে সক্ষম হয়। মূলত যারা মধ্যরাত ও সকাল থেকে টিকিট কেনার আশায় বুথের সামনে লাইনে দঁাড়িয়েছিলেন, তারাই একাট্টা হয়ে বাধা উপেক্ষা করে স্টেডিয়ামে ঢুকে প্রতিবাদ জানান। বুথের সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবারই সব টিকিট শেষ হয়ে গেছে। যে কারণে কাউন্টার ফাইনালের দিন সকালে খোলাই হয়নি। দশর্করা ভেবেছিলেন সকাল ৯টায় খোলা হবে বুথ, পাওয়া যাবে টিকিট। স্টেডিয়ামের সব গেটে নিরাপত্তা বাড়ানো হয় শুক্রবার। হুট করে নিরাপত্তার বাড়াবাড়িতে ভোগান্তিতে পড়েছেন ক্রিকেট সংশ্লিষ্ঠরাও। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার আয়শা রহমান শুকতারা ও তার স্বামী বিসিবির ফিজিও ইফতেখারুল ইসলাম ইফতিকে বেশ কিছুক্ষণ দঁাড় করিয়ে রাখা হয় গেটের সামনে। শুকতারা জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দিলেও কাজ হয়নি। আইডি কাডর্ আনার জন্য ভেতরে প্রবেশ করার সুযোগ পযর্ন্ত দেয়া হচ্ছিল না। পরে বিসিবির প্রধান নিরাপত্তা কমর্কতার্ হোসেন ইমাম এসে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেন। স্টেডিয়াম এলাকায় দুটি টিকিট কাউন্টার ছিল, যা শুক্রবার খোলা হয়নি। এক নং গেটের অদূরে কাউন্টারে গিয়ে এ প্রতিবেদক দেখতে পান কক্ষটি তালাবদ্ধ। অপরদিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারটি বৃহস্পতিবার রাতেই সরিয়ে নেয়া হয়েছে। ইনডোর স্টেডিয়ামের প্রশাসক মো: শিহাবউদ্দিন এই প্রতিবেদককে জানান, ‘বৃহস্পতিবার মধ্য রাতেই কাউন্টারটি সরিয়ে নেয়া হয়েছে।’ ঢাকা ও কুমিল্লার মধ্যেকার ফাইনাল ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ৩টা থেকেই স্টেডিয়াম এলাকায় ভিড় জমে। মিরপুর স্টেডিয়ামের পাশের রাস্তাগুলোর যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয় জুমার নামাজের পর থেকেই।