রোনালদোর চেয়ে বেশি আয় মেসির

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাঠের লড়াইয়ে লিওনেল মেসি সেরা না কি ক্রিশ্চিয়ানো রোনালদো? এখনো সঠিক কোনো উত্তর দিতে পারেননি কেউ। তবে ইউরোপের ফুটবলারদের আয়ের হিসাবে সিআর সেভেনকে পেছনে সবচেয়ে বেশি আয় করার তকমাটা গায়ে মেখেছেন আজের্ন্টাইন খুদে জাদুকর। প্রতি মাসে রোনালদোর চেয়েও ৩.২ মিলিয়ন ইউরো বেশি আয় করেন মেসি। ব্যাপারটি উঠে এসেছে ফরাসি সংবাদমাধ্যম এল ইকুয়েপেতে। ইউরোপের ফুটবলারদের মধ্যে দশ জনের আয় উঠে এসেছে ফরাসি সংবাদ মাধ্যম এল ইকুয়েপেতে। যেখানে সবার উপরে রয়েছেন মেসি। আজেির্ন্টনার বাসেের্লানার এ ফরোয়াডর্ এক মাস আগে কর বাদ দিয়ে আয় করেছেন ৭.৩ মিলিয়ন ইউরো। আর যেখানে রোনালদো আয় করেছেন ৪.১ মিলিয়ন ইউরো। তবে অনেকে হয়তো ধরেই নিয়েছেন ইউরোপের ফুটবলারদের মধ্যে মাসিক আয়ে তিনে থাকবেন নেইমার। কিন্তু না। ব্রাজিলের পিএসজির এ ফরোয়াডর্ ২.৭ মিলিয়ন আয় করে রয়েছেন চারে। তার আগের জায়গা দখলে নিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়াডর্ অঁাতোয়ান গ্রিজম্যান। তার মাসিক আয় ২.৯ মিলিয়ন ইউরো। এদিকে মেসির বাসেের্লানা সতীথর্ লুইস সুয়ারেজ ২.৫ মিলিয়ন ইউরো আয়ে রয়েছেন পঁাচ নম্বরে। আর ২.২ মিলিয়ন ইউরো আয়ে এ তালিকার ছয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়াডর্ গ্যারেথ বেল।