উদ্ধার হওয়া মরদেহটি সালার

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অবশেষে এমিলিয়ানো সালাকে খঁুজে পাওয়া গেল। তবে তাকে এভাবে খুঁজে পাওয়া যাবে, সেটা হয়তো চাননি কেউ। ডোরসেট পুলিশ নিশ্চিত করেছে, বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া মরদেহটি হতভাগ্য আজের্ন্টাইন ফুটবলারেরই। গত বুধবার ইংলিশ চ্যানেলের তলদেশে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। সেখানে দুমড়ে-মুচড়ে যাওয়া উড়োজাহাজে একটা লাশও দেখতে পায় উদ্ধারকারী দল। সেটি তুলে আনা হয় জিও ওশান-৩ নামের একটি বোটে। লাশটি এম্বুলেন্সে করে স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠায় ডোরসেট পুলিশ। বৃহস্পতিবার ডোরসেট পুলিশের একজন মুখপাত্র জানান, ‘মরদেহ আজ (বৃহস্পতিবার) পোটর্ল্যান্ড পোটের্ আনা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ পরীক্ষানিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন যে লাশটি নিখেঁাজ আজের্ন্টাইন ফুটবলার সালার। সালা এবং পাইলট ডেভিড ইবটসনের পরিবারকে ইতোমধ্যেই এ বিষয়ে অভিহিত করা হয়েছে। ডোরসেট পুলিশের সহায়তায় সালার মৃত্যুর আনুষঙ্গিক কারণগুলো জানার চেষ্টা করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।’ সালা নিখেঁাজ হওয়ার পর থেকেই ফুটবল দুনিয়া শোকে মুহ্যমান। লাশ পাওয়ার খবরে সবাই যেন আরও বেশি শোকাতর্ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন কথায় শোক প্রকাশ করেছেন বতর্মান ও সাবেক খেলোয়াড়রা। আজের্ন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও কাডির্ফ সিটি নিজ নিজ বিবৃতির মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছে এবং দুঃসময়ে সালার পরিবারের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছে। ২১ জানুয়ারি পিপার পিএ-৪৬ মালিবু নামের প্রাইভেট জেটে করে স্থানীয় সময় সন্ধ্যা ৭.১৫ মিনিটে কাডিের্ফর উদ্দেশে উড়াল দেন সালা ও পাইলট ডেভিড ইবটসন। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় অবস্থানকালে রাত ৮.৫০ মিনিটে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। টানা তিনদিন খেঁাজাখুঁজির পরও সালা কিংবা বিমানের সন্ধান না পেয়ে ২৪ জানুয়ারি উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে গুয়েনির্স হারবর মাস্টার ক্যাপ্টেন ডেভিড বেকার। চারদিন পর অথার্ৎ ২৮ জানুয়ারি তহবিল গঠন করে বেসরকারিভাবে পুনরায় উদ্ধারকাজ চালু করে সালার পরিবার।