মাচের্ সালাহকে বিশ্রামে রাখছে মিসর

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আগামী মাচের্ নাইজার এবং নাইজেরিয়ার বিপক্ষে মিসরের জাসিের্ত দেখা যাবে না মোহাম্মদ সালাহকে। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ২২ মাচর্ আফ্রিকান নেশন্স কাপ বাছাইয়ের শেষ ম্যাচে নাইজারের বিপক্ষে খেলবে এরই মধ্যে মূলপবর্ নিশ্চিত করা মিসর। চারদিন পর ২৬ মাচর্ নাইজেরিয়ায় তারা খেলবে একটি প্রীতি ম্যাচ। ইএফএ মুখপাত্র ওসামা ইসমাইল নিশ্চিত করেছেন, ওই দুটি ম্যাচে খেলবেন না লিভারপুল ফরোয়াডর্ সালাহ। সালাহর নৈপুণ্যে ২৮ বছর পর বিশ্বকাপে ওঠে মিসর। কিন্তু রাশিয়ার বিশ্বমঞ্চে আলো ছড়াতে পারেননি তিনি। মিসরও বিদায় নেয় গ্রæপপবর্ থেকেই। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন ২৬ বছর বয়সি এই ফরোয়াডর্। ২০১৭ সালে সবশেষ আফ্রিকান নেশন্স কাপে মিসরকে ফাইনালে তুলতে গুরুত্বপূণর্ ভ‚মিকা রাখেন দুই গোল করা সালাহ। ক্যামেরুনের কাছে হেরে রানাসর্আপ হয় তার দল। আগামী জুনে তারাই আয়োজক হিসেবে ৯ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে প্রতিদ্ব›িদ্বতা করবে।