বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলতি বছরের ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য রিকি পন্টিংকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। ৪৪ বছর বয়সি সাবেক তারকা প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং স্টাফে যোগ দিয়ে মূলত ব্যাটিং বিভাগ নিয়ে কাজ করবেন। বিশ্বকাপের পরপরই শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে মনোনিবেশ করবেন নিয়মিত ব্যাটিং কোচ গ্রায়েম হিক। অস্ট্রেলিয়া দলে পন্টিংয়ের সহকারী কোচ হওয়ার খবরটি এলো বোলিং কোচ ডেভিড স্যাকার পদত্যাগ করার অল্প দিনের মাথায়। মে মাসের শুরুতেই ব্রিসবেনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। জুনের ১ তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পঁাচবারের চ্যাম্পিয়নরা। আপাতত আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে নিয়োজিত থাকা পন্টিং অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে অন্তভুর্ক্ত হতে পেরে দারুণ খুশি, ‘এ বছরের বিশ্বকাপে কোচিং স্টাফে যোগ দেব, আমি সত্যিই উচ্ছ¡সিত। এর আগেও আমি স্বল্প মেয়াদে ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করেছি কিন্তু বিশ্বকাপে দায়িত্ব পালন করাটা আমার জন্য অনন্য একটি বিষয়।’ অস্ট্রেলিয়ার অন্তবর্তীর্কালীন হাই পারফরম্যান্স ইজিএম বেলিন্ডা ক্লাকর্ জানিয়েছেন, পন্টিং দলের বেশকিছু গুরুত্বপূণর্ বিষয়সহ কৌশল এবং গেম-প্ল্যান নিয়ে প্রধান কোচ ল্যাঙ্গারকে সহযোগিতা করবেন। মেন্টর হিসেবে নিবিড়ভাবে কাজ করবেন ব্যাটিং বিভাগ নিয়ে, তাদের প্রস্তুত করে তুলবেন ইংলিশ কন্ডিশনের জন্য।