আগুনে প্রাণ হারালেন ফ্লামিঙ্গোর ১০ ফুটবলার

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের সবর্বৃহৎ ফুটবল ক্লাব ফ্লামিঙ্গোর ডরমেটরিতে ভয়াবহ অগ্নিকাÐে ১০ জন নিহত হয়েছেন এবং এদের সবাই কিশোর ও যুব ফুটবলার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদের প্রকৃত পরিচয় সম্পকের্ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংবাদমাধ্যম রয়টাসের্র বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দুই মাস আগেই ডমমেটরির সম্প্রসারণ কাজ করা হয়। যে সকল ফুটবলার ক্লাবের ওই ডরমেটরি ব্যবহার করতেন তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আগুন কেড়ে নিল তাদের ১০ জনের প্রাণ। দমকল বাহিনী জানায়, ১০ জন নিহত হওয়া ছাড়াও আগুনে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের দ্রæত পাশ্বর্বতীর্ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফ্লামিঙ্গো ব্রাজিলের সবচেয়ে বড় এবং মযার্দাপূণর্ ক্লাব। ক্লাবের যুবদলের প্রশিক্ষণ কেন্দ্রের ডরমেটরি নিনহো ডি উরুবু রাজধানী রিও ডি জেনিরোতে অবস্থিত। সেখানে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন খেলোয়াড়রা ঘুমিয়ে ছিলেন। আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে এবং সকাল সাড়ে ৭টা পযর্ন্ত স্থায়ী হয়।