বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বাংলাদেশের বিপক্ষে কিউই দলে গাপটিল

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাটির্ন গাপটিল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মাটির্ন গাপটিল। এছাড়া গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন মিচেল স্যাটনার আর টড অ্যাস্টল। বিধ্বংসী ওপেনার কলিন মুনরো প্রথম দুই ম্যাচ না থাকলেও আছেন তৃতীয়টিতে। ওই ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। টি২০ ক্রিকেটে মুনরো দুদার্ন্ত। তবে ওয়ানডেতে ফমর্টা টেনে নিতে পারছেন না। যে কারণে ভারতের বিপক্ষে চতুথর্ ওয়ানডের দল থেকে বাদ পড়েছিলেন। তবে গাপটিল ইনজুরিতে পড়ায় বাহাতি ওপেনার ফিরেছিলেন পঞ্চম ওয়ানডেতে। কোমড়ের চোটের কারণে টি২০ সিরিজের সবগুলো ম্যাচই মিস করেন গাপটিল। সেই চোট কাটিয়ে ডানহাতি ওপেনার ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে ১৪ সদস্যের দলে। তবে হেনরি নিকোলসের সঙ্গে জুটি বেঁধে ইনিংসের সূচনায় মাঠে নামতে হলে আগে গাপটিলকে ফিটনেস পরিক্ষায় উত্তীণর্ হতে হবে। নিউজিল্যান্ড দলের নিবার্চক গ্যাভিন লারসন বলেছেন, ‘মাটির্ন সিরিজে ফিরে আসায় আমরা উচ্ছ¡সিত। তিনি বিশ্বমানের খেলোয়াড় এবং কিউই ওয়ানডে দলের একজন গুরুত্বপূণর্ সদস্য। হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ওয়ানডেতে গাপটিল এবং হেনরি ভালো করেছেন এবং আসন্ন সিরিজেও আমরা তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছি।’ মিচেল স্যাটনার এবং টড অ্যাস্টলÑ দুজনই গোড়ালির ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। সিরিজে দলের স্পিন আক্রমণ সামলাবেন তারাই। বাজে ফমের্র কারণে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের দল থেকে বাদ পড়া লেগস্পিনার ইশ সোধিকে নিবার্চকরা আর ফিরিয়ে আনেননি। স্যান্টনারের ফেরা নিয়ে লারসন বলেন, ‘গত বছর মিচেলের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়। তিনি ফিরে আসায় আমরা খুশি এবং পুরো মৌসুমে আমরা তার ওপর নজর রাখব। দল: কেন উইলিয়াম (অধিনায়ক, খেলবেন প্রথম দুই ওয়ানডে), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফাগুর্সন, মাটির্ন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো (তৃতীয় ম্যাচ), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর।