অবসরে সালার ৯ নম্বর জাসির্

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিমান দুঘর্টনায় মারা যাওয়া এমিলিয়ানো সালার শোকে স্তব্ধ ফরাসি ক্লাব নতে। এই ক্লাবের জাসিের্তই শেষবার খেলছেন আজের্ন্টাইন স্ট্রাইকার। ক্লাবটি গভীরভাবে স্মরণ করছে তাকে। সালার ‘৯ নম্বর’ জাসির্ অবসরে পাঠিয়ে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে তারা। ফরাসি ক্লাবটি ছেড়ে ব্রিটিশ ক্লাব কাডিের্ফ যোগ দিয়েছিলেন সালা। সেখানেই যাওয়ার সময় বিমান দুঘর্টনায় মারা গেছেন আজের্ন্টাইন স্ট্রাইকার। ২০১৫ সালে বোদের্ থেকে নতেতে যোগ দিয়েছিলেন সালা। ক্লাবটির খেলা তিন মৌসুমে তিনি ছিলেন সবোর্চ্চ গোলদাতা। নতে ছেড়ে অন্য ক্লাবে নাম লেখালেও সালা ছিলেন তাদের সমথর্কদের মনে। ক্লাবও গভীরভাবে স্মরণ করছে আজের্ন্টাইন স্ট্রাইকারকে। এক বিবৃতিতে নতে জানিয়েছে, ‘এমিলিয়ানো সালার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এফসি নতে। এমিলিয়ানো সবসময়ই অন্যতম কিংবদন্তি হয়ে থাকবেন, যিনি নতের জাসিের্ত লিখেছেন ইতিহাস।’ ওই বিবৃতির পরের অংশে যোগ করা হয়েছে ক্লাব সভাপতি ওলদেমার কিতার বক্তব্য। তিনিই ঘোষণা করেছেন, সালার ‘৯ নম্বর’ জাসির্ অবসরে যাচ্ছে, ‘এমন ঘটনায় আমার কোনো ভাষা নেই। এটা মমাির্ন্তক এক ঘটনা। এমিলিয়ানো তার চিহ্ন এঁকে গেছেন। যে কারণে অনেক ভক্তদের মতো, আমিও তাকে সম্মান জানাচ্ছি ৯ নম্বর জাসির্ অবসরে পাঠিয়ে দিয়ে।’