জয়ে শীষের্ ফিরল বসুন্ধরা কিংস

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
পয়েন্ট তালিকার শীষের্ উঠার আনন্দটা দুদিনের বেশি উপভোগ করতে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তাদের হটিয়ে দিয়ে স্থানটি আবার দখলে নিয়েছে ঘরোয়া ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস। শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টানা চার ম্যাচ জিতল দলটি, তাতে তাদের ঝুলিতে জমা পড়েছে পূণর্ ১২ পয়েন্ট। বসুন্ধরা কিংসের শীষের্ ফেরার দিনে লিগে প্রথম পয়েন্ট কুড়িয়েছে আরেক নবাগত নোফেল স্পোটির্ং ক্লাব। টানা তিন ম্যাচে হারের পর এদিন রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। রহমতগঞ্জ আর নোফেল স্পোটির্ংয়ের ম্যাচটি ছিল ঘটনাবহুল। প্রথমাধের্ আধিপত্য ছিলো পুরান ঢাকার দল রহমতগঞ্জের। দুই গোলের লিড নিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়াধের্ দশজনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। এই সময় একজন বেশি নিয়ে খেলার সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে নোফেল স্পোটির্ং। দুই গোল করে ম্যাচে সমতা আনে তারা, ভাগ বসায় রহমতগঞ্জের পয়েন্টে। ২৫ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেনজামিন জুনিয়র ফাউল করেন রহমতগঞ্জের কঙ্গোর ফরোয়াডর্ সিও জোনাপিওকে। ফ্রিকিক পায় রহমতগঞ্জ। ফয়সাল আহমেদের নেয়া শটে হেড করেন নাইজেরিয়ান মানডে ওসাজি। বল পেয়ে যান জোনাপিও। অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান তিনি (১-০)। তিন মিনিট পর ফ্রিকিক পায় নোফেলও। শট নেন মিডফিল্ডার খন্দকার আশরাফুল ইসলাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তার সতীথর্রা। এরই মধ্যে ৩১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল আদায় করে নেয় রহমতগঞ্জ। মিডফিল্ডার ফয়সাল আহমেদের পাসে বল পেয়ে তা জালে জড়ান মানডে ওসাজি। তার ওই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রহমতগঞ্জ। বিরতির পর মাঠে ফিরে সেই দলটিকেই বড্ড অচেনা দেখাল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর নোফেলের খেলোয়াড়রাও যেন নিজেদের সবোর্চ্চটা নিংড়ে দেয়ার প্রতিজ্ঞা নিয়ে ফেরেন। ৪৯ মিনিটেই এক গোল শোধ করে তারা। গিনির ফরোয়াডর্ ইসমাইল বাঙ্গুরার পাসে গোল করেন মিডফিল্ডার রোমান (২-১)। ৬১ মিনিটে দশজনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। বল নিয়ে বক্সে ঢুকে পড়ার পর ডিফেন্ডার মাসুদ রানা মৃধাকে ফাউল করেন রহমতগঞ্জের ফরোয়াডর্ সোহেল রানা। আগেই একবার হলুদ কাডর্ দেখেছিলেন, রেফারি সুজিত ব্যানাজির্ দ্বিতীয় হলুদ কাডর্ (লাল কাডর্) দেখালে মাঠ ছাড়েন সোহেল। রহমতগঞ্জ দশজনের দলে পরিণত হওয়ার সঙ্গে পেনাল্টিও পায় নোফেল। ইসমাইল বাঙ্গুরার সফল স্পটকিকে ম্যাচে ফেরে সমতা (২-২)। এরপর আর স্কোরলাইনে পরিবতর্ন আসেনি। আশা জাগিয়েও তাই পঞ্চম ম্যাচে এসেও জয় দেখা হয়নি রহমতগঞ্জের। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। ম্যাচের সপ্তম মিনিটে ড্যানিয়েল কলিন্ড্রেসের যোগান দেয়া বলে মুক্তিযোদ্ধার জাল কঁাপান সুশান্ত ত্রিপুরা (১-০)। তবে খুব বেশি সময় এগিয়ে থাকা হয়নি বসুন্ধরার। ১৯ মিনিটে জাপানিজ ফরোয়াডর্ ইউসুকে কাতুর দারুণ এক গোলে ম্যাচে সমতা আনে মুক্তিযোদ্ধা (১-১)। অবশ্য ম্যাচে এর পরের গল্পটা শুধুই বসুন্ধরার। ৭০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়াডর্ মাকোর্স ভিনিসিয়াসের পাসে গোল করেন স্থানীয় ফরোয়াডর্ মতিন মিয়া (২-১)। এরপর ৭৪ মিনিটে ড্যানিয়েল কলিন্ড্রেসের জাদু। রাশিয়া বিশ্বকাপ খেলে আসা এই ফরোয়াডর্ স্কোরলাইন বানিয়ে দেন ৩-১। শেষ পযর্ন্ত এই ব্যবধানেই জয় পায় বসুন্ধরা। বসুন্ধরা কিংসের শীষের্ উঠা আর নোফেলের প্রথম পয়েন্ট পাওয়ার দিনে শেষ হয়েছে এবারের লিগের পঞ্চম রাউন্ড। ১২ ফেব্রæয়ারি থেকে মাঠে গড়াবে ষষ্ঠ রাউন্ড।