আবার কোচের চাকরি ছাড়লেন ভেট্টোরি

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জাসর্ বেঙ্গালুরুর কোচের চাকরি ছেড়েছেন তিনি আগেই। এবার অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের কোচিং থেকেও নিজেকে গুটিয়ে নিলেন ড্যানিয়েল ভেট্টোরি। ব্রিসবেন হিটের কোচের পদ থেকে সরে দঁাড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। মাস কয়েক আগে ভেট্টোরি জানিয়ে দেন, রয়্যাল চ্যালেঞ্জাসর্ বেঙ্গালুরুর কোচ হিসেবে তিনি আর থাকছেন না। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব সামলেছেন তিনি ২০১৪ থেকে গত বছর পযর্ন্ত। আচমকা সরে দঁাড়ানোর পর ইংল্যান্ডের টি২০ বøাস্টের দল মিডলসেক্সের কোচের পদ থেকেও সরে দঁাড়িয়েছিলেন তিনি। আর এবার বিগ ব্যাশকেও বিদায় বললেন ব্রিসবেন হিটের চাকরি ছেড়ে। চলতি মৌসুম শেষেই ব্রিসবেনকে বিদায় বলবেন ভেট্টোরি। চুক্তি নবায়ন করার প্রস্তাব থাকলেও সাবেক এই কিউই তারকা মেয়াদ আর বাড়াননি। ব্রিসবেনে চার বছর কাটিয়ে সরে দঁাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার এক বিবৃতিতে ভেট্টোরি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ গভীর চিন্তা-ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি ব্রিসবেন হিটের সঙ্গে চুক্তি নবায়ন না করার। গত রাতের (শুক্রবার) ম্যাচের আগে বিষয়টি আমি খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাইকে জানিয়েছি।’ ভেট্টোরি অধীনেই বিগ ব্যাশে ব্রিসবেন পেয়েছে তাদের সেরা সাফল্য। ২০১৬-১৭ মৌসুমে দলটি খেলেছিল সেমিফাইনাল। এবারও তাদের শেষ চারে থাকার সম্ভাবনা বেঁচে আছে। তবে সে জন্য লিগ পবের্ বাকি থাকা দুই দিন অপেক্ষায় থাকতে হবে তাদের। এই মুহূতের্ ১৪ ম্যাচ শেষে ব্রিসবেন ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে চতুথর্ স্থানে।