হ্যাজাডের্ক চেলসিতেই দেখছেন ফেব্রেগাস

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইডেন হ্যাজাডর্। শিগগিরই ঘোষণা করবেন তার সিদ্ধান্তটি। এই বেলজিক ফরোয়াডের্র সাবেক চেলসি সতীথর্ সেস ফেব্রেগাসের আশা, সিদ্ধান্তটা হবে তার চেলসিতে থেকে যাওয়ার। বেলজিয়াম অধিনায়ক হ্যাজাডের্র রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা নতুন নয়। অনেকবার সরাসরিই মাদ্রিদের ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাবটিও তাকে দলে ভিড়াতে দারুণ আগ্রহী। তাই ধারণা করা হচ্ছে, সামনের গ্রীষ্মের দলবদলেই সান্তিয়াগো বানার্ব্যুতে যোগ দেবেন হ্যাজাডর্। তবে চেলসির সাবেক মিডফিল্ডার ফেব্রেগাসের আশা, ২৮ বছর বয়সী ফরোয়াডর্ থেকে যাবেন স্ট্যামফোডর্ ব্রিজে। মাদ্রিদে যাওয়ার আলোচনায় থাকা হ্যাজাডের্র চেলসির সঙ্গে চুক্তি আছে এখনো ২০২০ সাল পযর্ন্ত। যদিও ওই সময়ের আগেই তার স্ট্যামফোডর্ ব্রিজ ছাড়ার গুঞ্জন আছে। হ্যাজাডর্ নিজেই দিনকয়েক আগে জানিয়েছেন, ভবিষ্যতের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি, শিগগিরই জানিয়ে দেবেন সিদ্ধান্তটি। শীতকালীন দলবদলে চেলসি ছেড়ে মোনাকোতে যোগ দেয়া ফেব্রেগাস তার সাবেক সতীথের্ক লন্ডনেই দেখতে চান। রিয়ালের প্রতি হ্যাজাডের্র ভালোবাসার কথা জানা থাকলেও তার আশা, ‘দেখা যাক সে কি সিদ্ধান্ত নেয়। যদিও এখনো দেড় বছর চুক্তি বাকি আছে, সে চেলসিতে সুখেও আছেন। ক্লাবটি তার কাছে অনেকটা পরিবারের মতো।’ প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকে। সেসব বিষয় অনেক সময় জানা যায় না। ফেব্রেগাসও সেটাই বললেন, ‘যদিও সবশেষে সিদ্ধান্তটা একান্ত তার ব্যক্তিগত। তাছাড়া ও রিয়াল মাদ্রিদকে পছন্দ করে, আর সেটা সে সবসময়ই বলে থাকে। তারপরও আশা করি চেলসির সঙ্গে হ্যাজাডর্ চুক্তি নবায়ন করবে। অবশ্য সেটা না হলে চেলসি ছেড়ে সে মাদ্রিদে চলে যাবে।’