মার্টিনেজ জাদুতে ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন ইন্টার

প্রকাশ | ২৬ মে ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান কাপের ফাইনালে বুধবার ফিওরেন্টিনাকে হারিয়ে ট্রফি নিয়ে উচ্ছ্বাস করছেন ইন্টার মিলানের খেলোয়াড়রা -ওয়েবসাইট
সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের। গত বছর দেশের হয়ে কোপা আমেরিকা, ফাইনালিসিমার পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। জানুয়ারিতে মার্তিনেজের নেতৃত্বেই এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কোপার শিরোপা জিতেছিল ইন্টার মিলান। এবার তার পায়ের জাদুতে টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান কাপও জিতে নিয়েছে ইন্টার। ম্যাচের শুরুটা যে আভাস দিল সেটিকে পূর্ণতা দিতে পারল না ফিওরেন্টিনা। লাউতারো মার্টিনেজের নৈপুণে?্য ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। পরে প্রতিপক্ষের আক্রমণের অসংখ?্য ঝাপটা সামাল দিয়ে ধরে রাখল ইতালিয়ান কাপের শিরোপা। রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ ব?্যবধানে জিতেছে সিমোন ইনজাগির দল। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। নিকোলাস গনসালেসের গোলে শুরুতেই এগিয়ে যায় ফিওরেন্টিনা। পরে মার্টিনেজের জোড়া গোলে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে ইন্টার। ইতালিয়ান কাপে এটি তাদের নবম শিরোপা, এবার জিতে দলটি স্পর্শ করল রোমাকে। তাদের চেয়ে বেশি শিরোপা (১৪) আছে কেবল জুভেন্টাসর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এই জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে ইন্টার মিলানকে। আগামী ১০ জুন ইস্তানবুলে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইনজাগির দল ইন্টার। ইতালিয়ান কাপের ফাইনাল ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় ফিওরেন্টিনা। জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকিটা সারেন অনায়াসে। ম্যাচের মিনিটে নিজেদের প্রথম উলেস্নখযোগ?্য সুযোগ পায় ইন্টার। খুব ভালো জায়গা থেকেও বাইরে শট নেন এডিন জেকো। ম্যাচের ২৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্টিনেজ। চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের হয়ে এটি তার ২৬তম গোল। ৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেলস্নার ক্রসে অ?্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্টিনেজ। এরপরও চাপ ধরে রাখে ২০০১ সালে সবশেষ ইতালিয়ান কাপ জেতা ফিওরেন্টিনা। কিন্তু হার এড়াতে পারেনি তারা।