জয়ে ফিরল ব্রাজিল

প্রকাশ | ২৬ মে ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় বসেছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টে নিজেদের হেক্সা মিশনে নিজেদের প্রথম ম্যাচেই ইতালির কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিলের যুবারা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্বল ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে নেইমার-ভিনিসিয়াস-রদ্রিগোদের উত্তরসূরিরা। আর্জেন্টিনাস স্টেডিয়ামে বুধবার রাতে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে সেলেসাও জুনিয়ররা। আর এই জয়ে ইতালিকে টপকে গ্রম্নপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিলিয়ানরা। তাই তো নিজ গ্রম্নপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে র?্যামন মেনেজেসের শিষ্যরা। যদিও শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা দল ডমিনিকা রিপাবলিক। ব্রাজিলের যুবাদের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের শুরু থেকেই তা অনুমান করা যায়। তবে প্রথম গোলের জন্য ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের।