আইপিএল চ্যাম্পিয়ন দল পাবে ২৬ কোটি টাকা

প্রকাশ | ২৮ মে ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আজ রোববার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এবারের ফাইনালের মঞ্চে লড়াই করবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। এই আসরে যদি চেন্নাই জেতে তাহলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে তারা। অন্যদিকে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের সেরা দল হবে গুজরাট। এবারের আইপিএলে ট্রফির বাইরে চ্যাম্পিয়ন দল আর কি পাবে সেটি নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা পাবে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে ভারতের সাবেক অধিনায়ক ধোনি নিশ্চয়ই চাইবেন দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করে রেখে যেতে। আর শিরোপার সঙ্গে দুজনের ২৫ কোটি ৯৬ লাখ টাকার প্রাইজমানিতে তো লক্ষ্য থাকবেই। ফাইনালে যে দলই পরাজিত হোক না কেন, তাদের পকেটেও কম টাকা ঢুকবে না। রানার্সআপ দলের জন্যও যে ১৬ কোটি ৮৭ লাখ টাকার প্রাইজমানি রাখা হয়েছে।