তবুও আত্মবিশ্বাসী মাশরাফি

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নিউজিল্যান্ড সফরের আগে সাকিব আল হাসানের আঙুলের ইনজুরি বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা হয়েই এসেছে। তবে দলের অপরিহাযর্ এই অলরাউন্ডারকে ছাড়াও তাসমান সাগরের কুলবতীর্ দেশটিতে ভালো করতে আত্মবিশ্বাসী টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। গেল এশিয়া কাপে সাকিবহীন বাংলাদেশ দুদার্ন্ত খেলেছিল, পাকিস্তানকে হারিয়ে উঠেছিল ফাইনালে। সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজছেন মাশরাফি। বিপিএলের ফাইনালে বঁা-হাতের অনামিকার চোটে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন সাকিব। তাকে ছাড়া এবারের নিউজিল্যান্ড সফরটা টাইগারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে, সেটা মানছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে, সাকিব আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূণর্ খেলোয়াড়। কেননা যখনই আমরা তাকে ছাড়া খেলতে নেমেছি তখনই কঠিন সময় পার করতে হয়েছে।’ সাকিবের অনুপস্থিতি নিয়ে মাশরাফি আরও বলেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে এবং সকল প্রতিক‚ল পরিস্থিতি উতরে যেতে হবে। যদিও এটা সত্য, সাকিবকে ছাড়া দলের ভারসাম্য অনেকটাই কমে আসবে। কেননা আমরা দুটো বিভাগেই তার সাভির্স থেকে বঞ্চিত হব। কাজেই আমাদের মানষিকভাবে তৈরি হতে হবে এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পুরনে সচেষ্ট হতে হবে।’ মাশরাফি অবশ্য আস্থা রাখছেন তার দলের ওপর। বিশ্বাস রাখছেন আরেক সতীথর্Ñ তারকা ওপেনার তামিম ইকবালের ওপর। নিউজিল্যান্ড সিরিজে তামিম দলের জন্য সবচেয়ে বড় হবেন বলেই মনে করছেন মাশরাফি, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ডে আমাদেরকে কঠিন পরীক্ষায় পড়তে হবে। সাকিবকে ছাড়া সেটা হবে দ্বিগুণ। দলে যারা আছেন তাদের নিয়েই খেলতে হবে আমাদের। আমরা এর আগেও এমন কঠিন সময় পার করেছি এশিয়া কাপে।’ দল নিয়ে নিউজিল্যান্ডে যাওয়ার আগে প্রধান কোচ স্টিভ রোডস ২০১৮ সালে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সের ভুয়সি প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, আসন্ন এই সিরিজেও সাফল্য অজর্ন করা সম্ভব হবে। যদিও কিউইদের মাটিতে আজ পযর্ন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মাশরাফি মনে করছেন, সাকিব দলে থাকায় স্বাগতিকদের মোকাবেলা করাটা আরও খানিকটা কঠিনই হয়ে গেল। তবে জয়ের আশা ছাড়ছেন না তিনি। সিরিজে নিজেদের সম্ভাবনা নিয়ে মাশরাফি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জয় করা আমাদের জন্য অবশ্যই সম্ভব। এটা সত্য নয় যে আমরা এটি জিততে পারব না। সাকিবের অনুপস্থিতিতে এটা কঠিন হলেও অসম্ভব নয়। তবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা পারব এবং মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে। আমাদের গেম-প্ল্যানকে ঠিকটাক মতো প্রয়োগ করতে হবে, সেটা যদি করতে পারি তবেই সম্ভব।’ বাংলাদেশ ওয়ানডে দলপতি আশা প্রকাশ করেছেন, ৫০ ওভারের ম্যাচগুলোর পিচ হবে একদম ফ্ল্যাট। তিনি নিজেদের ব্যাটসম্যানদের ফমর্ নিয়ে প্রত্যয়ী। তবে বোলারদের সতকর্ করে দিয়েছেন। বলে দিয়েছেন, এইসব পিচে কঠিন পরিক্ষার জন্য তৈরি থাকতে।