ইউরোপিয়ান ফুটবল

দারুণ জয়ে শীষের্ ফিরল লিভারপুল

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গোলের পর মোহাম্মদ সালাহর উদযাপন। আগের দুই ম্যাচে ড্রয়ের পর লিভারপুলকে জয়ে ফেরাতে গুরুত্বপূণর্ অবদান রেখেছেন মিসরীয় এ তারকা Ñওয়েবসাইট
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরেছে লিভারপুল। শনিবার রাতে নিজেদের মাঠে বোনর্মাউথকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে তারা, ৬৫ পয়েন্ট নিয়ে ফিরেছে টেবিলের শীষের্। আরেক ম্যাচে হাডাসির্ফল্ড টাউনকে ২-১ গোলে হারিয়েছে আসের্নাল। এদিকে, লা লিগায় মাদ্রিদ ডাবিের্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সান্তিয়াগো সোলারির দল। লেস্টার সিটি আর ওয়েস্টহামের সঙ্গে ড্রয়ের পর বোনর্মাউথের বিপক্ষে ঘরের মাঠে বেশ সতকর্ ছিল লিভারপুল। তবে আক্রমণের ধার কম ছিল না। প্রথমাধের্ই ২-০ গোলে এগিয়ে যায় ইয়ুগের্ন ক্লপের দল। ২৪ মিনিটে দলকে লিড এনে দেন সাদিও মানে। জেমস মিলনারের ক্রস থেকে জোরালো হেডে গোলটি করেন সেনেগালের এই ফরোয়াডর্। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জজিির্নও ভিনালডাম। বিরতির পর ৪৮ মিনিটে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় নিজের ২০তম গোলে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি লিভারপুলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন মোহাম্মদ সালাহ। এই জয়ে আবার শীষের্ উঠে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে চাপে রাখল ক্লপের দল। তিন দিন আগে গোল পাথের্ক্য লিভারপুলকে টপকে শীষের্ উঠেছিল ম্যানসিটি। ২৬ ম্যাচে লিভারপুলের ৬৫ পয়েন্ট, ম্যানসিটির ৬২। হাডাসির্ফল্ডের মাঠে জয়ে ফিরেছে ম্যানসিটির কাছে আগের ম্যাচ হার দেখা আসের্নাল। প্রথমাধের্ই দুই গোলে এগিয়ে যায় তারা। ১৬ মিনিটে অ্যালেক্স আইওবি খোলেন গোলমুখ। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে লাকাজেত্তে স্কোরলাইন ২-০ করেন। ওই স্কোরলাইনেই শেষ হতে পারত খেলা। কিন্তু ইনজুরি সময়ে সিড কোলাসিনাকের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় হাডাসির্ফল্ড (২-১)। এই জয়ে ২৬ ম্যাচে চেলসির সমান ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরেই থাকল আসের্নাল। এদিকে, এল ক্লাসিকোর রেশ কাটতে না-কাটতেই মেট্রোপলিটানোতে মাদ্রিদ ডাবিের্ত নেমে পড়তে হয়েছিল রিয়ালকে। বুধবার কোপা দেল’রের সেমিফাইনালের প্রথম লেগে বাসেের্লানার মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা। তিন দিন পর মাদ্রিদ ডাবিের্ত দারুণ এক জয় তুলে নিয়েছে সোলারির দল। এই জয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। তিনে নেমে যাওয়া অ্যাটলেটিকোর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীষের্ বাসেের্লানা। নগরপ্রতিদ্ব›দ্বীর মাঠে ম্যাচের ষোড়শ মিনিটে বাই-সাইকেল কিকে দুদার্ন্ত এক গোলে রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো। তবে দ্রæতই সমতা ফিরিয়েছিল অ্যাটলেটিকো। ২৬ মিনিটে মাঝমাঠে ভিনিসিয়াসের পা থেকে বল কেড়ে নেন অ্যাঙ্গেল কোরেয়া। আজের্ন্টাইন ফরোয়াডের্র চমৎকার থ্রæ পাসে বল পেয়ে যান আঁতোয়ান গ্রিজম্যান। গোলরক্ষক থিবো কোতোর্য়াকে একা পেয়ে বল জালে পাঠাতে ভুল করেননি ফরাসি ফরোয়াডর্ (১-১)। বিরতির আগে আবারো লিড বাড়িয়ে নেয় রিয়াল। ৪২ মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করে বসেন অ্যাটলেটিকোর ডিফেন্ডার সেবাস্টিয়ান আরিয়াস। রিপ্লেতে ফাউল ডি বক্সের বাইরে দেখা গেলেও ভিএআরের সাহায্যে পেনাল্টির বঁাশি বাজান রেফারি। স্পট কিকে ইয়ান ওবলাককে পরাস্ত করেন রিয়াল অধিনায়ক রামোস (২-১)। বিরতির পর ৫৭ মিনিটে বেলকে বদলি হিসেবে মাঠে নামান রিয়াল কোচ সোলারি। সেই বেলই ৭৪ মিনিটে রিয়ালের জাসিের্ত নিজের শততম গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।