১৭ লাখ টাকা হারিয়ে পথে বসলেন ফুটবলার

প্রকাশ | ৩০ মে ২০২৩, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইন প্রতারণার শিকার হয়ে প্রায় ১৭ লাখ টাকা খোয়ালেন তিনি। থানায় অভিযোগ জানালেও সেই অর্থ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে বিপুল পরিমাণ অর্থ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই ফুটবলার। মোহনবাগানের সাবেক এই ফুটবলার জানান, পার্ক স্ট্রিটে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার। প্রায় সপ্তাহখানেক আগে মোবাইলে টাকা উত্তোলনের মেসেজ পান তিনি। পরে ব্যাংকে গিয়ে মিলিয়ে দেখেন, তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। ব্যাংক কর্মকর্তাদের নির্দেশে দুইটি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সুব্রত ভট্টাচার্যের ধারণা, অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন তিনি। সাবেক এই ফুটবলার বলেন, 'আমার মতো একজন সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে গেল। টাকা হারিয়ে খুবই সমস্যায় পড়েছি। কারও কাছ থেকে কোনো সুখবর পাচ্ছি না। আপাতত অপেক্ষা করছি হারানো টাকা উদ্ধারের।'