বাংলাদেশের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে রোমাঞ্চিত মার্টিনেজ
প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সপ্তাহখানেক আগে জানা গিয়েছিল বাংলাদেশে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার রোমাঞ্চ ছুঁয়ে
যাচ্ছে তার মনে।
আগামী জুলাইয়ে এক দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে বিশ্বকাপের সেরা গোলকিপারের। মূলত মার্টিনেজ ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশ ভ্রমণে আসবেন।
ফেসবুকে মার্টিনেজ জানান, এই সময় মোহনবাগান ক্লাবের মাঠে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি তিনি। বিভিন্ন চ্যারিটেবল কার্যক্রমে অংশ নেবেন তিনি। ভক্তদের সঙ্গে তার কিছু প্রোগ্রাম রয়েছে। ওই পোস্টেই বাংলাদেশের ভক্তদের সঙ্গে দেখা করার কথা বলেছেন মার্টিনেজ। বুধবার তার এজেন্ট শতদ্রম্ন দত্ত ঢাকায় আসবেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। প্রাথমিকভাবে তিনি জানান, ৩ জুলাই ঢাকায় আসবেন। শেষ দুই দিন থাকবেন কলকাতায়।
শতদ্রম্নকে ধন্যবাদ দিয়ে মার্টিনেজ তার কার্যক্রমের বিবরণী দিয়ে শেষ দিকে লিখেছেন, 'আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ভক্তগোষ্ঠী আছেন। তাদের সঙ্গে দেখা হবে, আমি রোমাঞ্চিত। আমি তোমাদের ভালোবাসি।'