রোনালদোকে নিয়েই ইউরো মিশনে পর্তুগাল
প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেপেকে নিয়েই ইউরো ২০২৪ বাছাইয়ের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। ২৬ সদস্যের এই দলে রয়েছে চমক। বাছাইয়ে ১৭ জুন লিসবনে বসনিয়ার মুখোমুখি হবে রোনালদোরা। তিন দিন পর সফর করবে আইসল্যান্ড। সিআর সেভেন ও পেপে ছাড়াও ঘোষিত এই দলে আরও আছেন বুনো ফার্নান্দেস, বার্নাডো সিলভা, রুবেন দিয়াস এবং জোয়াও ক্যানসেলোর মতো তারকারা।
পর্তুগাল দল গোলকিপার :দিয়াগো কস্তা, হোসে সা, রুই প্যাত্রিসিও। ডিফেন্ডার দিয়াগো ডালট, নেলসন সেমেদো, হোয়াও কান্সেলো, রাফায়েল গুরেইরো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, গনসালো ইনাসিও, টটি। মিডফিল্ডার : হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রম্ননো ফার্নান্দেস, ওতাভিও মোন্তেইরো, রেনাটো সানচেস, ভিতিনহা। ফরোয়ার্ড : রিকার্ডো হোর্টা, বের্নার্ডো সিলভা, রাফায়েল নিয়াও, হোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস ও ডিয়েগো জোটা।