ভারতের বিশ্বকাপ ভাবনায় পান্ত-বিজয়-রাহানে

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ভারতের দলগঠন প্রক্রিয়ায় নিবার্চকদের ভাবনায় রয়েছেন ঋষভ পান্ত, বিজয় শঙ্কর এবং অজিঙ্কা রাহানে। এমনটাই জানিয়েছেন ভারতীয় নিবার্চক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। তিনি জানান, নিবার্চকরা ১৫ সদস্যের দলটি প্রায় চ‚ড়ান্ত করে ফেলেছেন। একটি জায়গা নিয়ে সিদ্ধান্তহীনতা থাকলেও আইসিসির বেঁধে দেয়া সময়ের আগেই চ‚ড়ান্ত দল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। পান্তকে মনে করা হয় ভবিষ্যৎ তারকা। বিজয়কে দেখা হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। নিউজিল্যান্ড সফরে তার দুদার্ন্ত পারফরম্যান্স বিশ্বকাপ দল নিবার্চনে নতুন দিক উন্মোচন করেছে বলে জানান প্রসাদ, ‘প্রশ্নাতীতভাবে তিনি (পান্ত) আলোচনায় আছেন। এটা সুস্থ প্রতিযোগিতা। গত এক বছরে ঋষভ পান্ত প্রতিটি ফরম্যাটে দুদার্ন্ত খেলেছেন। তবে তার আরেকটু পরিণত হওয়ার প্রয়োজন আছে এবং আরও অভিজ্ঞতা অজর্ন করতে হবে। এ কারণেই আমরা তাকে যখন সম্ভব তখনই ভারতীয় ‘এ’ দলে অন্তভুর্ক্ত করে যাচ্ছি।’ দিনেশ কাতিের্কর পাশাপাশি পান্তকে এমএস ধোনির বিকল্প হিসেবে দেখা হতো। যদিও গত ১২ মাসে কাতির্ক লোয়ার অডাের্র নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিবার্চকরা খতিয়ে দেখছেন পান্তকে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে দলভুক্ত করা যায় কি না। পান্ত মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন এবং তিনটিই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু গত বছরে টেস্ট এবং ‘এ’ দলের হয়ে তার অসাধারণ ফমর্ নিবার্চকদের নজর কেড়েছে। বিষয়টা স্বীকার করে প্রসাদ বলেছেন, ‘তিনি একজন তরুণ খেলোয়াড়, যিনি কি না সবোর্চ্চ পযাের্য় খেলার পরিপক্বতা দেখিয়েছেন। এবং দলের প্রয়োজনে সবোর্চ্চটাই দিয়েছেন।’ দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটেই লোকেশ রাহুলের বাজে ফমর্ এই জায়গাটি খুলে দিয়েছে। এই সময়ের ভেতর রাহুল মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন। সবগুলোই ইংল্যান্ডের সফরে এবং তিনি মাঠের বাইরে অসংলগ্ন কথার জন্য বিসিসিআইয়ের নিষেধাজ্ঞায় রয়েছেন। প্রসাদ বিয়য়টি তুলে ধরে বলেন, ‘বিশ্বকাপ মিশনে দলভুক্তির দৌড়ে তিনিও রয়েছেন। রাহুল শুধু রানের মাধ্যমেই এই প্রতিযোগিতায় জয়ী হতে পারেন।’ নিউজিল্যান্ড টি২০ সিরিজে অসাধারণ খেলে বিজয় এই দৌড়ে টিকে আছেন। অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে তাকে তিন নম্বর জায়গাটিতে ব্যাট করতে বলা হয়। হ্যামিল্টনে ভারত সিরিজ খোয়ালেও তামিলনাড়–র এই অলরাউন্ডারকে নিয়ে প্রসাদ বলেন, ‘আমি বিস্মিত তিন নম্বরে ব্যাট করতে নেমেছে এবং তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।’ বিজয়কে চতুথর্ অলরাউন্ডার হিসেবে রেখে ২০ সদস্যের প্রাথমিক দল গঠন করার পক্ষে প্রসাদ। এখান থেকেই নিবার্চকরা সেরা ১৫ সদস্য নিবার্চন করবেন। সেখানেও টিকে যেতে পারেন বিজয়।