চেলসির জয়, আসের্নালের হার

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চেলসির জয়ের দুই নায়ক রস বাকির্ল আর অলিভার জিরু Ñওয়েবসাইট
উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার লন্ডনের দুই ক্লাব চেলসি ও আসের্নালের দুরকম রাত কাটল। শেষ ৩২-এর প্রথম লেগে মালমোর বিপক্ষে মাউরিসিও সারির চেলসি পেল ২-১ গোলের জয়। অপরদিকে, বাতে বরিসভের মাঠে ১-০ ব্যবধানে হারল উনাই এমেরির আসের্নাল। এ ছাড়া শেষ ৩২-এর অন্য লড়াইয়ে বেনফিকা ২-১ গোলে গ্যালাতাসারের মাঠে জিতেছে। আর লাজিওকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া। সুইজারল্যান্ডে ভীষণ চাপ মাথায় নিয়ে খেলতে যায় চেলসি। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটি ছিল বøুজদের প্রথম ম্যাচ। তবে রস বাকির্ল আর অলিভার জিরুর কল্যাণে স্বস্তির এক জয় নিয়েই লন্ডনে ফেরে দলটি। ম্যাচের ৩০তম মিনিটে স্প্যানিয়াডর্ পেদ্রোর বঁাকানো ক্রস থেকে মালমোর জালে বল পাঠান বাকির্ল। দ্বিতীয়াধের্র শুরুতেই চেলসির ব্যবধান দ্বিগুণ করেন জিরু। ডিবক্সের ভেতর থেকে দারুণ এক ফ্লিকে গোল করেন ফরাসি তারকা। ম্যাচের দশ মিনিট বাকি থাকতে এক গোল শোধ করে মালমো। আগামী ২২ ফেব্রæয়ারি স্ট্যামফোডর্ ব্রিজে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দু‘দল। এদিকে ঘরের মাঠে আসের্নালের বিপক্ষে প্রথমাধের্র শেষের দিকে স্তানি¯øাভ দ্রাগুনের গোলে লিড নেয় বাতে বরিসভ। আলেক্সান্ডার ল্যাকাজেত ম্যাচের ৫৫ মিনিটে আসের্নালকে সমতায় ফেরাতে লক্ষ্যভেদ করেন, কিন্তু গোলটি অফসাইডে বাতিল হয়। পরে এই ফরাসি ফরোয়াডের্র রাতটা কেটেছে খুব বাজে। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর আর ওই গোল আর শোধ দিতে পারেনি গানাররা। উল্টো ৮৫তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই মেরে লাল কাডর্ দেখে মাঠ ছাড়েন দলটির ফরাসি স্ট্রাইকার ল্যাকাজেত। আসের্নালকে হারানোর মধ্য দিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে এই প্রথম কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয় পেল বেলারুশের ক্লাব বাতে বরিসভ। ২১ ফেব্রæয়ারি এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে গানারদের বিপক্ষে লড়বে তারা। এদিকে, রোমাঞ্চ ছড়ানো ম্যাচে অলিম্পিয়াকোস ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে ডায়নামো কিয়েভের সঙ্গে। একই স্কোর হয়েছে শাখতার দোনেৎস্ক ও ফ্রাঙ্কফুটের্র লড়াইয়ে। র‌্যাপিড ভিয়েনার মাঠে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান। ভিয়ারিয়াল একই ব্যবধানে জিতেছে ১০ জনের স্পোটির্ং সিপির বিপক্ষে। ডায়নামো জাগরেবকে ২-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া প্লজেনকে। তবে রেঁনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল বেটিস। সেল্টিক নিজ মাঠে ২-০ গোলে হেরেছে ভ্যালেন্সিয়ার কাছে। আর ক্লাব বুগে ২-১ গোলে জিতেছে এফসি সালসবুগের্র বিপক্ষে। ইতালিয়ান জায়ান্ট নাপোলি ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে এফসি জুরিখের মাঠে।