শ্রীলংকার লক্ষ্য ৩০৪ রান

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শট খেলছেন ফাফ ডু প্লেসিস। শ্রীলংকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে শক্ত অবস্থানে পৌছে দিয়েছেন তিনি, কিন্তু ৯০ রান করে নিজে সাজঘরে ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হওয়ার হতাশা নিয়ে Ñওয়েবসাইট
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্য পেয়েছে শ্রীলংকা। অধিনায়ক ফাফ ডু প্লেসিস আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের হাফসেঞ্চুরির পরও ২৫৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ফলে ৩০৩ রানের লিড পায় প্রথম ইনিংসে ২৩৫ রান তুলতে পারা প্রোটিয়ারা। নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রান করেছিল শ্রীলংকা। দ্বিতীয় দিন শেষে ১৭০ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত ব্যাটসম্যান ডু প্লেসিস আর ডি কক তৃতীয় দিনের শুরুটা করেন দারুণভাবে। পঞ্চম উইকেটে ৯৬ রানের বড় জুটি গড়েন তারা। ৯৫ রানে ৪ উইকেট হারানোর পর ওই জুটিতেই ঘুরে দঁাড়ায় প্রোটিয়ারা। ডি কক ৬২ বলে ৬টি চারের সাহায্যে ৫৫ রান করে লাসিথ ইম্বুলদেনিয়ার বলে লেগবিফোরের ফঁাদে পড়েন। ডু প্লেসিস এক প্রান্ত আগলে খেলতে থাকেন। কিন্তু সেঞ্চুরি থেকে তিনি যখন মাত্র ১০ রান দূরে ঠিক সেই সময়ে বিশ্ব ফানাের্ন্দা বাদ সাধেন। এলবিডবিøউর ফঁাদে পড়ে প্রোটিয়া দলপতি ফিরে যান সাজঘরে। ১৮২ বল খেলে ১১টি চারের সাহায্যে ৯০ রান করেন তিনি। বঁাহাতি পেসার বিশ্ব ফানাের্ন্দা ৭১ রান খরচায় ৪ উইকেট নেন। ইম্বুলদেনিয়া ৫ উইকেট নেন ৬৫ রানে। এই যুগলের দুদার্ন্ত বোলিংয়ে মাত্র ৮ রানেই শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। ৭৯.১ ওভারে অলআউট হয় ২৫৯ রানে। ফলে জয়ের জন্য ৩০৪ রানের লক্ষ্য পায় শ্রীলংকা। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে চা বিরতি পযর্ন্ত ৮ ওভারে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে অতিথিরা।