মোহামেডান এখন সহজ প্রতিপক্ষ!

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মাহবুবুর রহমান
‘আবাহনী-মোহামেডান, কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’Ñ বাংলা সিনেমার এই গানটি হয়তো এখনো অনেককে স্মৃতিকাতর করে তোলে। মনে করিয়ে দেয় সেই আশি-নব্বইয়ের দশকের কথা। যখন দেশের ফুটবল বলতেই ছিল আবাহনী-মোহামেডান। দুঃখজনক হলেও সত্য, দুই চিরপ্রতিদ্ব›দ্বীর মধ্যে আবাহনী নিজেদের ঐতিহ্য ধরে রেখে ভালো দল গঠন করলেও মোহামেডান এখন কেবলই নামসবর্স্ব এক দল! বিস্ময়কর হলেও সত্যি, এবারের লিগে তাদের বলা হচ্ছে সব থেকে ‘সহজ প্রতিপক্ষ’! বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ছয়টি রাউন্ড শেষ হয়েছে ইতোমধ্যে। আজ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সপ্তম রাউন্ডের ম্যাচে বিকাল সাড়ে তিনটায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে শেখ জামাল ধানমÐি ক্লাব। এরপর একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ব্রাদাসর্ ইউনিয়ন লিমিটেড। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। বসুন্ধরা কিংসের বিপক্ষে একটি মাত্র হারের ক্ষত না থাকলে লিগটা আরও সুখকর হতে পারত বতর্মান চ্যাম্পিয়নদের জন্য। এবারের লিগের শিরোপা নিজেদের ঘরে রাখার পথে ঢাকা আবাহনীর জন্য অন্যতম হুমকি হতে পারে এই বসুন্ধরাই, যারা ৫ ম্যাচের সব ক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীষের্ আছে। অথচ আবাহনীর নামের পাশে চিরপ্রতিদ্ব›দ্বী হিসেবে মোহামেডানের নামটাই সবসময় শোভা পেত। আবাহনী নিজেদের আধিপত্য ধরে রাখতে প্রতি মৌসুমে শক্তিধর দল গড়ছে, জিতে চলেছে শিরোপাও। সেখানে কোনোমতে একটা দল গড়ে বিগত কয়েক মৌসুম ধরেই সমথর্কদের হতাশ করে আসছে মোহামেডান। প্রিমিয়ার লিগে পঁাচটি ম্যাচ খেলে চারটিই হেরেছে তারা। যে মোহামেডান বড় দলগুলোর সঙ্গে শিরোপা রেসে লড়াই করার কথা তারাই মাত্র ৩ পয়েন্ট নিয়ে নিচের সারির দলের সঙ্গে অবস্থান করছে। লিগে এবার মোহামেডান যেন ‘সব থেকে সহজ প্রতিপক্ষ’। যখনই তারা কোনো দলের বিপক্ষে খেলতে নামেÑ ধরেই নেয়া হয় প্রতিপক্ষই পেতে যাচ্ছে পূণর্ তিন পয়েন্ট! তাদের একমাত্র জয়টি টিম বিজেএমসির বিপক্ষে। যেই দলটি ৬ ম্যাচে ২টি ড্র করে আছে পয়েন্ট টেবিলের সব থেকে নিচে। নিজেদের প্রথম ম্যাচে বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েছিল মোহামেডান। এরপর টানা চার ম্যাচে হার। একই পাড়ার আরামবাগ তো মোহামেডানের বিপক্ষে রীতিমতো গোলোৎসব করে। ৪-১ গোলে ওই ম্যাচে হারে সাদা-কালোরা। এরপর ব্রাদাসর্ ইউনিয়নের কাছে ১-০ গোলের হার। শেখ রাসেলের সামনে মাথা তুলেই দঁাড়াতে পারেনি একসময়ের ফুটবলের পরাশক্তি মোহামেডান। রাসেলের কাছে তারা হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। নিজেদের শেষ ম্যাচে সাইফ স্পোটির্ং ক্লাবের বিপক্ষে তারা হারে ২-১ গোলে। শিরোপার প্রত্যাশা তো নেই, এসব হারেও যেন কোনো লজ্জা নেই ক্লাব কতাের্দর। ২০১৬ আসরে কোনোমতে অবনমনের খড়্গ থেকে ঘাড় বঁাচিয়ে ১২ দলের মধ্যে দশম স্থানে থেকে লিগ শেষ করা মোহাডোন গত আসরে হয়েছিল পঞ্চম। এবার ওই স্থানটি ধরে রাখার মতো পারফরম্যান্সও দেখাতে পারছে না তারা। দলটি শেষতক কোথায় নেমে যাবে, কে জানে। এভাবে চলতে থাকলে হয়তো ফরাশগঞ্জ-ফেনী সকারের মতো অবনমিত হয়ে একসময় চ্যাম্পিয়নশিপ লিগের দলে পরিণত হবে মোহামেডান। সেটা ক্লাবের সংগঠকদের জন্য যেমন লজ্জার হবে তেমনি সমথর্ক এবং সাবেক ফুটবলারদের জন্য হবে কষ্টের।