পান্ত-রাহুলের এসিড টেস্ট

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্রাম শেষে ভারতীয় দলে ফিরেছেন নিয়মিত দলনায়ক বিরাট কোহলি আর ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। তরুণ খেলোয়াড় ঋষভ পান্ত আর লোকেশ রাহুলও ঠঁাই পেয়েছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলে। সামনেই বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সিরিজটা তাই তাদের জন্য এসিড টেস্ট। এখানে ভালো করতে পারলেই কেবল সুযোগ মিলবে বিশ্বকাপের দলে। আসন্ন এই সিরিজে পান্ত আর রাহুল খারাপ করলে সম্ভাবনা বাড়বে অলরাউন্ডার বিজয় শঙ্করের। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ভারতের দলগঠন প্রক্রিয়ায় নিবার্চকদের ভাবনায় ছিলেন পান্ত, বিজয় এবং অজিঙ্কা রাহানে। বিষয়টা খোলাখুলিভাবেই জানিয়েছিলেন ভারতীয় নিবার্চক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। তিনি তখন বলেছিলেন, ‘এটা সুস্থ প্রতিযোগিতা।’ ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলটি প্রায় চ‚ড়ান্ত হয়ে গেছে। ১৪ জনকে ইতোমধ্যেই চ‚ড়ান্ত করে ফেলেছেন নিবার্চকরা। কেবল একটি জায়গাই খালি আছে। এদিকে, নিউজিল্যান্ড সফরের শেষ পঁাচ ম্যাচে বিশ্রামে ছিলেন কোহলি। তিনি কিউইদের বিপক্ষে শেষ দুই ওয়ানডে আর তিন ম্যাচের টি২০ সিরিজে খেলেননি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ এবং ২৭ ফেব্রæয়ারি অনুষ্ঠেয় দুটো টি২০র পর পঁাচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন সময়ের সেরা এই ব্যাটসম্যান। ওয়ানডে ম্যাচগুলো মাচের্র ২ থেকে ১৩ তারিখ পযর্ন্ত চলবে। টি২০ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শমার্, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, দিনেশ কাতির্ক, মহেন্দ্র সিং ধোনি, হাদির্ক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধাথর্ কৌল, মায়াঙ্ক মারকান্ডে। ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শমার্, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হাদির্ক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পান্ত, সিদ্ধাথর্ কৌল (প্রথম দুই ম্যাচ), ভুবনেশ্বর কুমার (শেষ তিন ম্যাচ)।