লড়াই করে যাচ্ছে টাইগার যুবারা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
যুব টেস্টের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষটিতে দারুণ খেলছে ইংল্যান্ড। বাংলাদেশ অনূধ্বর্-১৯ দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শনিবার দ্বিতীয় দিনে ৩৩৭ রানে থেমেছে সফরকারীরা। জবাবে টাইগার যুবারা ব্যাট করতে নেমে ৬৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে। ফলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১৪৩ রানে পিছিয়ে রয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৫ রান করে প্রথম দিনের খেলা শেষ করে অতিথিরা। সফরকারীদের হয়ে ৬ রানে অপরাজিত থাকা হলম্যান এদিন সাজঘরে ফিরেছেন ২৪ রানে। আর ৭৯ রানে অপরাজিত থাকা জজর্ হিল দ্বিতীয় দিনে হার মেনেছেন ৯১ রানে। শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার যুবাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৯ রানের মাথায় মাত্র ৪ রান নিয়ে ফিরে যান অমিত হাসান। দ্বিতীয় উইকেটে দলীয় ৫৫ রানের মাথায় ৩৬ রান করে ফেরেন তানজিদ হাসান। দলীয় স্কোর বোডের্ ১২ রান যোগ হতেই তানজিদের পথ অনুসরণ করেন মোহাম্মদ পারভেজ হাসান (১৮)। ৬৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর স্কোর বোডের্ কোনো রান যোগ না করেই তৌহিদ হৃদয় ফিরে যান ০ রানে। পঞ্চম উইকেটে দলীয় ৮৭ রানের মাথায় আকবর আলী ৭ রান করে হার মানেন। এরপর শাহাদত হোসেন ৫৬ রানের বড় ইনিংস খেলেন। দিনশেষে মাহমুদুল হাসান ৬২ রানে অপরাজিত থাকেন।