আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স শুরু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
লুৎফুননেছা হক বকুল আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শনিবার ধানমÐিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে শুরু হয়েছে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য বেগম মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব মো. মাসুদ করিম। প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ৩২টি জেলা হতে ১৯২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় লং জাম্পে গাইবান্ধার সুমনা আক্তার প্রথম, কুষ্টিয়ার সেফা খাতুন দ্বিতীয় এবং খুলনার মুনিয়া জাহান তৃতীয় হয়েছেন। ২০০ মিটার স্প্রিন্টে ল²ীপুরের তাসলিমা আক্তার প্রথম, খুলনার জান্নাতি দ্বিতীয় এবং কুড়িগ্রামের রেখা আক্তার তৃতীয় হয়েছেন। গোলক নিক্ষেপে কুড়িগ্রামের স্বপ্না খাতুন প্রথম, রংপুরের মরিয়ম নেছা মৌ দ্বিতীয় এবং খুলনার কারিমা তৃতীয় স্থান লাভ করেন। চাকতি নিক্ষেপে নোয়াখালীর বিবি হাজরা প্রথম, পঞ্চগড়ের রুনা আক্তার দ্বিতীয় এবং কুষ্টিয়ার শিউলি খাতুন তৃতীয় হয়েছেন। ৪০০ মিটার স্প্রিন্টে নড়াইলের মুন্নি কমর্কার প্রথম, পাবনার টুলটুলি খাতুন দ্বিতীয় এবং নোয়াখালীর বিবি আসমা তৃতীয় স্থান অজর্ন করেন।